ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৪, ১৭ মে ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে? ক) শুন, আছ খ) হ, ধর গ) হ, শুন ঘ) হ, আছ্্ ২। বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ একই ক্রিয়ার মূল থেকে গঠিত হলে ঐ কর্মপদকে বলা হয়? ক) দ্বিকর্মক কর্মপদ খ) গৌণ কর্মপদ গ) ধাত্বর্থক কর্মপদ ঘ) মুখ্য কর্মপদ ৩। ‘কাজটি ভাল দেখায় না’Ñ বাক্যের কোন ধাতুর প্রয়োগ দেখানো হয়েছে? ক) সাধিত খ) কর্মবাচ্যের গ) প্রযোজক ঘ) সংযোগমূলক ৪। প্রশ্ন জিজ্ঞাসার ক্রিয়ার কোন ভাব হয়? ক) নির্দেশক ভাব খ) অনুজ্ঞা ভাব গ) সাপেক্ষ ভাব ঘ) আকাক্সক্ষা ভাব ৫। কোন প্রত্যয় যোগে লিঙ্গান্তর করলে কোন কোন সময় অর্থের পার্থক্য ঘটে? ক) ঈনী খ) নী গ) আনী ঘ) ইকা ৬। ‘অনট্্’ প্রত্যয় যোগে গঠিত কৃদন্তপদ কোনটি? ক) দাতা খ) নয়ন গ) দ্রোহী ঘ) ভ্রমণ ৭। ‘ওটি যেন কার তৈরি?’ এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে? ক) নির্দিষ্টতা খ) অনির্দিষ্টতা গ) বিশিষ্টতা ঘ) সুনির্দিষ্টতা ৮। ‘তিনি গতকাল হাটে যাননি’Ñ বাক্যটি কোন কালের উদাহরণ? ক) সাধারণ অতীত খ) ঘটমান অতীত গ) ঘটমান বর্তমান ঘ) সাধারণ বর্তমান ৯। কোনগুলো অসম্পূর্ণ ধাতু? ক) আ, যা খ) আছ্ণ্ড ধর গ) বট্, শুন ঘ) থাক্, বট্ ১০। ‘সীমার মাঝে অসীম তুমি’Ñ এ বাক্যে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে? ক) ব্যাপ্তি অর্থে খ) ঐকদেশিক অর্থে গ) মধ্য অর্থে ঘ) নিকট অর্থে ১১। নিচের কোনটি অজ্ঞাত মূল ধাতুর উদাহরণ? ক) হর খ) সার গ) দৃশ্্ ঘ) হের ১২। ‘জাত‘ অর্থে ‘আই’ প্রত্যয়যুক্ত শব্দ কোন্টি? ক) মিঠাই খ) নিমাই গ) মোগলাই ঘ) ঢাকাই ১৩। কোনটি ‘কুন্তল’ শব্দের প্রতিশব্দ? ক) চিকুর খ) বহ্নি গ) নীর ঘ) বিভব ১৪। কোনটি দ্বারা অভেদ সম্বন্ধ বোঝায়? ক) রোগের কষ্ট খ) মাথার চুল গ) গাছের ফল ঘ) জ্ঞানের আলোক ১৫। ‘প্রতিনিধি’ অর্থে অব্যয়ীভাবে সমাসের সমস্তপদ কোনটি? ক) প্রত্যুত্তর খ) প্রতিচ্ছায়া গ) প্রতিবাদ ঘ) প্রতিপক্ষ (বিঃদ্রঃ সঠিক উত্তরগুলো নীচে দ্বাগ দ্বারা চিহ্নিত)
×