ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৩, ১৭ মে ২০১৭

দ্বাদশ শ্রেণির পড়াশোনা

সহকারী অধ্যাপক শাহ্ নিয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। মোবাইল : ০১৭১৭-০০১০৮৫ অন্যান্য তথ্যঃ (১) ২০১৩ সালের চাঁদা বাবদ ১,১০০ টাকা এবং ২০১৫ সালের চাঁদা বাবদ ১,৭০০ টাকা মোট চাঁদা প্রাপ্তির অন্তর্ভুক্ত আছে; পক্ষান্তরে, চলতি বছরের চাঁদা ১,৩৬০ টাকা এখনো পর্যন্ত অনাদায়ী আছে। (২) উইলকৃত ধন-দৌলতের এক-চতুর্থাংশ এবং অনুদানের সম্পূর্ণ অংশ মুনাফাস্বরূপ গণ্য করতে হবে। (৩) খাদ্যসামগ্রীর উদ্বৃত্ত: ৩১-১২-২০১৩ তারিখে ৭,৪০০ টাকা; ৩১-১২-২০১৪ তারিখে ৪,৬০০ টাকা। ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর। গ. ২০১৪ সালের গুলশান ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। বহুনির্বাচনী ১। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কোনটি? ক) মুনাফা অর্জন করা খ) সদস্য ও জনগনের সেবাদান গ) পণ্য ও সেবার বিনিময় ঘ) সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন ২। অব্যবসয়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কী? ক) বিক্রয় আয় খ) সদস্য চাঁদা গ) সেবা আয় ঘ) সুদ আয় ৩। কোনটি বিশেষ তহবিলের অন্তর্ভুক্ত নয়? ক) ক্রীড়া তহবিল খ) ত্রাণ তহবিল গ) বৃত্তি তহবিল ঘ) মূলধন তহবিল ৪। পুরাতন সম্পদ বিক্রয় কী ধরনের আয়? ক) মুনাফাজাতীয় আয় খ) মুনাফাজাতীয় প্রাপ্তি গ) মূলধনজাতীয় প্রাপ্তি ঘ) মূলধনজাতীয় আয় ৫। নিচের কোনটি মুনাফাজাতীয় খরচ? ক) চাঁদা খ) হলরুম ভাড়া গ) লকার ভাড়া ঘ) প্রাঙ্গণ রক্ষকের মজুরি ৬। কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনজাতীয় ব্যয়? ক) সচিবের বেতন খ) বই ক্রয় গ) মনিহারি ঘ) বিদ্যুৎ খরচ ৭। নির্দিষ্ট সময়ে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে বলে- ক) মূলধন খ) মূলধন তহবিল গ) ব্যয়াতিরিক্ত আয় ঘ) আয়াতিরিক্ত ব্যয় ৮। আয়-ব্যয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বুঝায়- ক) আয়াতিরিক্ত ব্যয় খ) ব্যয়াতিরিক্ত আয় গ) নিট লাভ ঘ) মোট লাভ ৯। আজীবন সদস্যদের চাঁদা কোন জাতীয় প্রাপ্তি- ক) মুনাফাজাতীয় আয় খ) মুনাফাজাতীয় ব্যয় গ) মূলধনজাতীয় আয় ঘ) মূলধনজাতীয় ব্যয় ১০। মনিহারি ক্রয় ৮০০ টাকা। প্রারম্ভিক উদ্বৃত্ত ১০০ টাকা। সমাপনী মনিহারি ১৮০ টাকা। ব্যবহৃত মনিহারির পরিমাণ কত? ক) ৭২০ টাকা খ) ৮০০ টাকা গ) ৯০০ টাকা ঘ) ১,০০০ টাকা উত্তর ঃ ১-খ, ২-খ, ৩-ঘ, ৪-গ, ৫-ঘ, ৬-খ, ৭-খ, ৮-খ, ৯-গ, ১০-ক
×