ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় স্থায়ী ঘাঁটি চায় তুরস্ক

প্রকাশিত: ০৩:৪১, ১৭ মে ২০১৭

সিরিয়ায় স্থায়ী ঘাঁটি চায় তুরস্ক

তুর্কী সেনাবাহিনী সিরিয়ায় স্থায়ী ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে। তুর্কী উপ-প্রধানমন্ত্রী ভেইকি কাইনাক বলেছেন, সিরিয়ার আল-বাব নগরীতে এ ঘাঁটি স্থাপনের বিষয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে। বসনিয়া হার্জেগোভিনিয়া সফর শেষে সাংবাদিকদের তিনি বলেন, আল-বাবের পশ্চিমে আকিল হিলে এ ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে তুর্কী জেনারেল স্টাফ। ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ এ এলাকা দখল করে নেয় তুর্কী বাহিনী। তারপর থেকে অস্থায়ী কমান্ড পোস্ট হিসেবে এলাকাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন এখানে স্থায়ী ঘাঁটি বসাতে চায় তুরস্ক। খবর ইরনার। প্রেসিডেন্ট ৩৯, প্রধানমন্ত্রী ৪৬ ফ্রান্সের ৩৯ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন ৪৬ বছরের এডুয়ার্ড ফিলিপকে। সম্রাট নেপোলিয়নের পর ফ্রান্সের সর্বকনিষ্ঠ শাসক ম্যাক্রোঁ হয়ত প্রবীণ কাউকে তার সরকারের প্রধানমন্ত্রী করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু কাছাকাছি বয়সের মধ্য-ডানপন্থী রাজনীতিক ফিলিপকে বেছে নিলেন তিনি। -বিবিসি একটানা স্যাক্সোফোন বাজিয়ে... স্যাক্সোফোনে সবচেয়ে বেশি সময় ধরে একটি নোট একটানা বাজিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নাইজিরিয়ার সঙ্গীতশিল্পী ফেমি কুটি। আফ্রিকার এই অত্যন্ত জনপ্রিয় শিল্পী টুইট করে জানিয়েছেন, তিনি ওই নোটটি বাজিয়েছেন টানা ৫১ মিনিট ৩৫ সেকেন্ড ধরে। স্যাক্সোফোন একটানা লম্বা সময় ধরে বাজানো ভীষণই কঠিন, তবে ওই শিল্পী নোটটি বাজানোর জন্য বিশেষ এক ধরনের ‘সার্কুলার ব্রিদিং টেকনিক’ ব্যবহার করেছেন বলেও জানিয়েছেন। -বিবিসি
×