ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন রিজভীর

প্রকাশিত: ০৮:১৫, ১৬ মে ২০১৭

প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান অর্থবছরের ৭ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তারা বলছে, সরকার দেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ভোটারবিহীন সরকার দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে। এখন তারা মিথ্যাচার করে বলছে প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ। অথচ বিশ্বব্যাংক আগেই পূর্বাভাস দিয়েছে, বর্তমান অর্থবছরে দেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। বাস্তবে দেশে প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস থেকেও অনেক কম বলে উল্লেখ করেন তিনি। বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, প্রধান বিচারপতিসহ বিচারপ্রতিদের হুমকি-ধমকি দেয়ার মধ্য দিয়ে সরকারের আসল চেহারা ফুটে উঠেছে। তারা এ্যাটর্নি জেনারেলকে দিয়ে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চায়। সরকার যে বিচার বিভাগকে প্রভাবিত করে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জেল-জুলুমসহ মিথ্যা মামলায় নানাভাবে হয়রানি করছে তা প্রধান আইন কর্মকর্তার হুমকি-ধামকির মধ্য দিয়ে উন্মোচিত হয়ে গেছে। এ সময় তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের অপসারণ দাবি করেন। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অন্যদিকে রফতানি আয়েরও অবস্থা খারাপ। বর্তমানে ভয়াবহ দুঃশাসনে বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকায় পোশাক রফতানি খাত অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে লুটপাটের কয়েক লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার খবরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
×