ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন নাদাল

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ মে ২০১৭

মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লে কোর্টের দাপট অব্যাহত রেখেছেন রাফায়েল নাদাল। দুর্দান্ত খেলেই মাদ্রিদ ওপেনের শিরোপা ঘরে তুলেছেন স্পেনের এই টেনিস তারকা। রবিবার টুর্নামেন্টের ফাইনালে রাফায়েল নাদাল ৭-৬ (১০/৮) এবং ৬-৪ গেমে পরাজিত করেছেন অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে। সেই সঙ্গে টুর্নামেন্টের পঞ্চম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। ক্লে কোর্টের রাজা হিসেবে আখ্যায়িত করা হয় রাফায়েল নাদালকে। কিন্তু চোট আর নিষ্প্রভতার কারণে মাঝে কোর্ট থেকেই হারিয়ে গিয়েছিলেন তিনি। তবে চলতি মৌসুমেই যেন ভিন্ন রূপে ফিরেছেন এই স্প্যানিয়ার্ড। শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। চলতি বছরে নিজের ফেবারিট সার্ফেসে নাদালের জয়ের অনুপাত দাঁড়াল ১৫-০। সাম্প্রতিক সময়ে মন্টে কার্লো ও বার্সিলোনা ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেছেন এই স্প্যানিয়ার্ড। রবিবার মাদ্রিদ মাস্টার্সেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। সেই সঙ্গে পঞ্চমবারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরলেন নাদাল। স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টে এটি নাদালের টানা তৃতীয় শিরোপা। এই জয়ের ফলে র‌্যাংঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে রাফায়েল নাদালের। চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে টপকে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানটি পুনরুদ্ধার করেছেন ৩০ বছর বয়সী নাদাল। সেমিতে গড়িয়ে জাতীয় হকি স্পোর্টস রিপোর্টার ॥ এটিএন বাংলা হকি গোল্ডকাপের সেমিফাইনাল রবিবারই নিশ্চিত করেছে বাংলাদেশ নৌ বাহিনী, সেনা বাহিনী, ঢাকা জেলা ও ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার তারা খেলে সেমিফাইনালের লাইনআপের জন্য। সেমিফাইনালে কে কার বিপক্ষে খেলবে সেটা নির্ধারিত হয় এ দিনের ম্যাচে। তাতে বাংলাদেশ নৌবাহিনী ৩-০ গোলে সেনাবাহিনীকে হারিয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ঢাকা জেলা সাডেন ডেথে ৫-৪ গোলে ঢাকা শিক্ষা বোর্ডকে হারিয়ে ‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়। বুধবার দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে খেলবে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন নৌবাহিনী ও ‘ক’ গ্রুপ রানার্সআপ ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার সেনাবাহিনীর বিপক্ষে নৌবাহিনী হয়ে গোল করেন রাসেল মাহমুদ জিমি (১২ মিনিট), ফরহাদ আহমেদ শিটুল (৫৩) ও রিমন কুমার ঘোষ (৫৮)। দ্বিতীয় ম্যাচে ঢাকা জেলা ৪ মিনিটেই এগিয়ে যায়। গোলদাতা মাহবুব হোসেন। ১২ মিনিটে ঢাকা শিক্ষা বোর্ডের আশরাফুল আলম গোল করে ম্যাচে সমতা ফেরান। ২৮ মিনিটে ঢাকা শিক্ষা বোর্ডের শাওন শেখ গোল করে এগিয়ে নেন দলকে। ৬৫ মিনিটে ঢাকা জেলার রুবেল হোসেন গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতা না ভাঙায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথে ঢাকা জেলার ইকবাল হোসেন গোল করেন। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের প্রিন্স লাল মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা জেলা। পাইওনিয়ার ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগে সোমবারের খেলায় ৯ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ঐক্য বাংলা ক্রীড়া চক্র ১-০ গোলে ফ্রেন্ডস এ্যান্ড ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে, মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৪-১ গোলে ধানম-ি ৩২ ফুটবল একাডেমিকে, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে ইলু স্মৃতি সংসদকে, নরসিংদী ফুটবল একাডেমি ৪-১ গোলে তারেক রহমান স্পোর্টিং ক্লাবকে, আর এ্যান্ড ডি ক্রীড়া চক্র ২-০ গোলে উত্তরণ যুব সংঘকে, ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ৫-০ গোলে মাদ্রাসাপাড়া স্পোর্টিং ক্লাবকে, মঞ্জু ফুটবল একাডেমি ৩-০ গোলে কামরুল স্পোর্টিং ক্লাবকে এবং ব্ল্যাক লেপার্ড ফুটবল ক্লাব ২-০ গোলে গাজীপুর একাদশকে হারায়। এছাড়া মাদারবাড়ী শোভানিয়া ক্লাব চট্টগ্রাম গোলশূন্য ড্র করে চাঁদপুর ফুটবল একাডেমির সঙ্গে।
×