ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এর চেয়ে ভাল আর হতে পারত না ॥ মিসবাহ

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ মে ২০১৭

এর চেয়ে ভাল আর হতে পারত না ॥ মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ রুদ্ধশ্বাস নাটকীয়তার পর ডমিনিকায় সাফল্যের শেষ হাসি। সেই সঙ্গে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়। তৃপ্ত পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক তাই অকপটে স্বীকার করেছেন, ‘ক্যারিয়ারের শেষ সিরিজে, শেষ টেস্টে এর চেয়ে ভাল কিছু আর হতে পারত না।’ আরেক তারকা ইউনুস খানও বিদায়ের ঘোষণাটা উইন্ডিজ সফরের আগেই দিয়ে রেখেছিলেন। আজহার আলি-ইয়াসির শাহ-মোহাম্মদ আমিররা সেটিকে দারুণ অর্জনে রাঙিয়ে দিলেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারের শেষটাতে এসে (৭-৮ বছর) ঘরের মাটিতে খেলার সুযোগ হয়নি, ‘অধিনায়ক’ মিসবাহ প্রতিপক্ষ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও পাননি, কিছুদিন আগেও এ নিয়ে তার কণ্ঠে আফসোস ঝড়। কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় ক্যারিবীয় দ্বীপ জয়ের পর সে সব ভুলে গেছেন পাকিস্তানের কঠিন সময়ের এ কা-ারি। ‘পরম করুণাময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, যা কিছু আমি পেয়েছি, আমার ক্যারিয়ারজুড়ে যা কিছু সাফল্য, এমনভাবে শেষ হওয়া; এর চেয়ে বেশি কিছু কল্পনা করাও কঠিন।’ ডমিনিকার উইসর পার্কে ম্যাচ ও সিরিজয়ের পর বিদায়ী বক্তৃতায় বলেন মিসবাহ। ৩০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছিল, পাকিস্তানের জয়টা সময়ের বিষয়। তখনই টেলএন্ডারদের নিয়ে চেইজের অবিশ্বাস্য লড়াই। অপরাজিত ১০১ রান করে ম্যাচটা প্রায় ড্রই করে ফেলেছিলেন। কিন্তু পঞ্চম ও শেষ দিনের শেষ হওয়ার মাত্র ১ ওভার আগে সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল আউট হলে নাটকীয় জয় (১০১ রান) পায় পাকিস্তান। বিষয়টা মিসবাহর নিজেরও যেন বিশ্বাস হচ্ছিল না, ‘এটা স্রেফ অবিশ্বাস্য। শেষ সেশনে এত ঘটনা ঘটছিল। একের পর এক ক্যাচ পড়ছিল, আবেদন, আউট হয়েও নো বলে বেঁচে যাওয়া। একসময় তো মনেই হচ্ছিল আমরা হয় তো জিতব না। কিন্তু জিতেছি। ক্রিকেট আসলে জীবনেরই প্রতিচ্ছবি।’ বিদায় বেলায় মিসবাহ আরও বলেন, ‘নিজের ক্যারিয়ার নিয়ে আমি তৃপ্ত। আর কী শেষটাই না হলো। এর চেয়ে ভালভাবে শেষ হতে পারত না। দল, সতীর্থ সবাইকে ধন্যবাদ জানাই তারা যেভাবে আমাকে ও ইউনুসকে বিদায় জানাল। ইউনুসকেও স্পেশাল ধন্যবাদ, ওর পরবর্তী জীবনের জন্য শুভকামনা থাকল। ওর সঙ্গে এ ছিল আমার দারুণ দীর্ঘ এক যাত্রা। একসঙ্গে যার সমাপ্তিটা হলো দারুণভাবে।’ মিসবাহ-ইউনুসকে বিদায়ী শুভেচ্ছ জানিয়ে এক ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন ‘ওরা দু-জনই পাকিস্তান ক্রিকেটে অনেক অবদান রেখেছে। দেশের ক্রিকেটনুরাগী মানুষ তাদের মিস করবে। এই শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়। ব্যক্তিগতভাবে মিসবাহ-ইউনুসের উপস্থিতি মিস করব আমি। পাকিস্তান তাদের অবদান সবসময়ই স্মরণ রাখবে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের টুইট বার্তা, ‘ইউনুস খান এবং অধিনায়ক মিসবাহকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অসাধারণ দুজন ক্রিকেটার; ভাল মানুষও।’ শত্রুদেশ ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে মিসবাহ-ইউনুস অধ্যায়ের সমাপ্তি হলো। মাঠে ও বাইরে ওরা ছিল অসাধারণ চরিত্র। তাদের অভাব পূরণ করা দেশটির জন্য সত্যি কঠিনই হবে। দ্বিতীয় ইনিংসের জন্য (অবসর জীবন) দুজনের প্রতিই আমার শুভকামনা থাকল।’
×