ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর ৪০০ গোল

প্রকাশিত: ০৬:৩২, ১৬ মে ২০১৭

রোনাল্ডোর ৪০০ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর রেকর্ড একে অপরের পরিপূরক হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার আছেন তুখোড় ফর্মে। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে আরও একটি গৌরবময় মাইলফলক স্পর্শ করেছেন বর্তমান ফিফা সেরা তারকা। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে রোনাল্ডো স্পর্শ করেছেন ৪০০ গোলের মাইলফলক। রাউল গঞ্জালেসকে টপকে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অনেক আগেই হয়েছেন রোনাল্ডো। এবারের কীর্তিটা আরও বড়। ১৯৯৪-২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে স্প্যানিশ কিংবদন্তি রাউল করেছেন ৩২৩ গোল। তাকে অনেক আগেই টপকে গেছেন সি আর সেভেন। এবার ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবকে নতুন এক মাইলফলকের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন পর্তুগীজ তারকা। সেভিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম গোলটি করেই রোনাল্ডো স্পর্শ করেন ৪০০ গোলের মাইলফলক। পরে আরেকটি গোল করায় তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০১। রাউল ১৬ বছর ধরে ৭৪১ ম্যাচ খেলে করেন ৩২৩ গোল। আর রোনাল্ডো মাত্র ৩৯১ ম্যাচ খেলেই পূর্ণ করেছেন ৪০০ গোল। ২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়ালে আসেন রোনাল্ডো। এরপর থেকে তিনি পরিণত হয়েছেন রিয়ালের নির্ভরতার প্রতীকে। আর এবারের মৌসুমে সেটা আরও ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছেন পর্তুগীজ তারকা। করে চলেছেন একের পর এক গোল। চ্যাম্পিয়ন্স লীগে রোনাল্ডোর অসাধারণ নৈপুণ্যের সুবাদেই ফাইনালে উঠেছে রিয়াল। ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালের দুই লেগে বেয়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করার পর সেমিফাইনলের প্রথম লেগেও এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেন। তাতেই অনেক রেকর্ড সি আর সেভেনের কব্জায় এসেছে। একসময় চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটির জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতো মেসি ও রোনাল্ডোর। রিয়াল তারকা সব সময়ই কিছুটা এগিয়ে থাকলেও বার্সিলোনা তারকা এত দিন ছিলেন তার খুব কাছাকাছিই। কিন্তু সর্বশেষ কয়েকটি ম্যাচে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন সি আর সেভেন। চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ডেও রোনাল্ডো নাম লিখিয়েছেন মেসির পাশে।
×