ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন মাশরাফি

প্রকাশিত: ০৬:৩২, ১৬ মে ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই অনুপস্থিত ছিলেন। কারণ, আইসিসির নিষেধাজ্ঞার খ—গ ছিল মাথার ওপর। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সহকারী অধিনায়ক সাকিব আল হাসান। তবে বুধবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিরছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে সাকিব নেতৃত্ব দেন দলকে। মাশরাফি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। কিছুদিন আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটের একটি ফরমেট থেকে বিদায় নিয়েছেন। টেস্ট ক্রিকেট ২০০৯ সালের পর থেকেই খেলেননি। বেশ কয়েকবার ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে, তাই দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে মানা করে দিয়েছেন ডাক্তাররা। তাই অবসর না নিলেও টেস্ট ক্রিকেটের ক্যারিয়ার শেষ হয়ে গেছে মাশরাফির। আর গত মাসে শ্রীলঙ্কা সফর শেষ করার আগেই ২ ম্যাচের টি২০ সিরিজে তিনি অবসর ঘোষণা দেন। ফলে দীর্ঘতর ও ক্ষুদ্রতরÑ এ দুই ফরমেট থেকেই অবসরে চলে গেছেন মাশরাফি। শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। টি২০ ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার আয়ারল্যান্ডেই প্রথম মিশন নড়াইল এক্সপ্রেসের। ত্রিদেশীয় সিরিজের অনেক আগেই ইংল্যান্ড সফরে সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। সেখানেও ঠিকমতো মনোনিবেশ করতে পারেননি মাশরাফি। পারিবারিক সমস্যায় সাসেক্স থেকে দেশে ফিরে এসেছিলেন। তবে আয়ারল্যান্ডে আসার সময়ই দলের সঙ্গে যোগ হয়েছিলেন। একমাত্র প্রস্তুতি ম্যাচটায় সুযোগ পেয়েছিলেন খেলার। কিন্তু ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই অনুপস্থিত ছিলেন তিনি। কারণ আইসিসি থেকে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বাংলাদেশ অধিনায়কের ওপর। গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এই নিষেধাজ্ঞা পান তিনি। তিন ম্যাচে দলের বোলিংয়ের সময় সেøা ওভার রেটের কারণে মাশরাফিকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে এখানে পয়েন্টেরও ব্যাপার আছে। সেøা ওভার রেটের পরিস্থিতি অনুসারে ম্যাচ রেফারি ডিমেরিট পয়েন্ট দিতে থাকেন দলের অধিনায়ককে। সেই পয়েন্ট এক ম্যাচ মাশরাফি নিষিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট হয়েছিল। এ কারণে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে মাশরাফির সহকারী সাকিব দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে আবার ফিরছেন মাশরাফি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে কোন ফলাফল আসেনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ইসলামিক গেমস, হতাশ করলেন শাকিল-সীমান্ত স্পোর্টস রিপোর্টার ॥ আজারবাইজানের বাকুতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের যেসব ক্রীড়াবিদ পদক জিততে পারে বলে ভাবা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন গত এসএ গেমসের স্বর্ণজয়ী শ্যূটার শাকিল আহমেদ এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। কিন্তু বাকুতে দুজনের কেউই স্বর্ণ তো দূরে থাক, ন্যূনতম তাম্রপদকও জিততে পারেননি। বাছাইপর্বেই বাদ পড়েন শূটার শাকিল। এ আসরে বাংলাদেশ দলের পতাকা মার্চপোস্টে বহন করা শাকিল ছেলেদের ৫০ মিটার এয়ার পিস্তলে বাছাইয়ে দশম হন তিনি। আর মেয়েদের ভারোত্তলনের ৬৩ কেজি ওজন শ্রেণীতে ছয় জনের মধ্যে ষষ্ঠ হন মাবিয়া। আরেক নারী ভারোত্তলক ফুলপতি চাকমাও হতাশ করেন। ৫৩ কেজি ওজন শ্রেণীতে দশজনের মধ্যে তিনি হন অষ্টম। দশম হওয়া শাকিলের স্কোর ছিল ৫৩৫। সেরা আটে থাকলে শূটিংয়ের পদক জয়ের মূল লড়াইয়ে থাকতেন তিনি। ছেলেদের ৫০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জেতেন তুরস্কের ইউসুফ ডিকেস। অন্যদিকে সীমান্তর স্কোর ১৭৮। এ ইভেন্টে স্বর্ণ জয়ী তুর্কিমেনিস্তানের পোলিনা গুরিয়েবার স্কোর ১৯৩। মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণীতে অষ্টম হওয়া ফুলপতির স্কোর ১৪৫। এই ইভেন্টে ১৮২ স্কোর গড়ে স্বর্ণ জেতেন তুরস্কের বেদিহা তুনাদাগি।
×