ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৬ মাস পর বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ০৬:১৯, ১৬ মে ২০১৭

নিখোঁজের ৬ মাস পর বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে নিখোঁজের প্রায় ছয় মাস পর টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে সোমবার এক যুবকের বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কঙ্কালটি কালীগঞ্জ উপজেলার বাহাদরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার আলাউদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেনের (২৯) বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের বন্ধুর বাবা-মা ও মামা-মামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের মামা বাদল মিয়া জানান, কালীগঞ্জ উপজেলার জামালপুর-বাহাদুরসাদী রুটে মোটরসাইকেলে করে যাত্রী বহনের কাজ করতো সাখাওয়াত হোসেন। গত বছরের ১৬ নবেম্বর রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাখাওয়াত হোসেন। স্বজনরা খোঁজাখুঁজি করে তার কোন হদিস পায়নি। সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম সুন্দরবনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলেদের অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে মজিদ আলীর ছেলে করিম, টেংড়াখালী গ্রামে হোসেন গাজীর ছেলে বাসার গাজী, পার্শ্বেখালি গ্রামে সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর এবং একই গ্রামের আজগার সরদারের ছেলে সাঈদ সরদার ও আনিসুর শেখের ছেলে হোসেন শেখ। অপহৃত জেলেদের পক্ষে পার্শ্বেখালি গ্রামে হযরত শেখের ছেলে শাহাজান জানায়, গত ১৩ মে কৈখালি বন অফিস হতে পাস নিয়ে জেলেরা সুন্দরবনে মান্দারবাড়িয়া সংলগ্ন কয়লার দুনে এলাকায় মাছ ধরার সময় বড়ভাই বাহিনী অতর্কিত হামলা চালিয়ে জেলেদের জিম্মি করে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহৃত মাছ ও জালসহ আনুষঙ্গিক জিনিসপত্র লুট করে। ৮৫ কেজি হরিণের মাংস উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে বাগান থেকে রবিবার রাতে হরিণের চারটি মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগে বরফ দেয়া অবস্থায় হরিণের চারটি মাথা ও ৮৫ কেজি মাংস উদ্ধার করা হয়। জঙ্গীবাদ রোধে সভা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ মে ॥ সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সোমবার গাইবান্ধা পিটিআই হলরুমে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোখছানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিয়া ফেরদৌস জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল প্রমুখ। বিনামূল্যে চালক প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে হতদরিদ্র বেকার যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি অটোমোবাইল ও ড্রাইভারিং প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার দুপুরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বিনামূল্যে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, উলিপুর এবং চিলমারী উপজেলার ২৯ জন যুব এবং একজন নারীকে দুই মাসব্যাপী দৈনিক চার ঘণ্টা করে এ প্রশিক্ষণ দেয়া হবে। এ সময় টিটিসির অধ্যক্ষ আইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের ভোকেশনাল এডুকেশন ট্রেনিং স্পেশালিস্ট রফিকুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ প্রোগ্রাম সমন্বকারী শরিফুল ইসলাম খান, রংপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ট্রেনিং এ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট রাকিবুল বাহার প্রমুখ। মুন্সীগঞ্জে ৪১ তাজা ককটেল উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকার বোরহান বেপারির বাড়ির কাঠ বাগানের পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ৪১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
×