ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত সফরে মাহমুদ আব্বাস

প্রকাশিত: ০৬:০৪, ১৬ মে ২০১৭

ভারত সফরে মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভারতে চারদিনের এক সরকারী সফরে নয়াদিল্লী পৌঁছেছেন। সোমবার কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার। দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে রবিবার রাতে আব্বাস নয়াদিল্লীতে পৌঁছান। তার সঙ্গে একটি প্রতিনিধি দলও রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতে প্রেসিডেন্ট আব্বাসের এটি হচ্ছে তৃতীয় রাষ্ট্রীয় সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করার সুযোগ করে দেবে। সফরকালে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ বছরের জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের প্রাক্কালে আব্বাস নয়াদিল্লী সফরে গেলেন। ইরানবিরোধী ঐক্য গড়তেই সৌদি যাচ্ছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে সৌদি আরব, ইসরাইল ও অন্য আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য রিয়াদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন রাখঢাক না করেই রবিবার এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। -ইরনা প্রবীণতম স্কাইডাইভার বিশ্বের প্রবীণতম স্কাইডাইভারের তকমা নিজের দখলে করে নিলেন ব্রিটেনের বাসিন্দা ব্রাইসন উইলিয়াম ভারদুন হায়েস (১০১ বছর ৩৮ দিন)। ১৫ হাজার ফুট উচ্চতায় একটি প্লেন থেকে যখন ঝাঁপ দিলেন তখন তার চোখ-মুখে ছিল অনাবিল আনন্দ। ডেভনের হানিটন এয়ারফিল্ডে এ অভিযানে সঙ্গী ছিল তার তিন প্রজন্ম। ১০০ বছর পূর্ণ করার পরই স্কাইডাইভিংয়ে হাতেখড়ি এ বৃদ্ধের। -ডেইলি মেইল বিয়ের জন্য বাধ্য নয় হিমালয়ের নারীর বিবাহ নিয়ে বাবা-মা এমনকি সমাজেরও কোন ভাবনা নেই। সেখানে নারীরা বিয়ের জন্য বাধ্য নয়। একদিকে পৃথিবী যখন নারীর সমতা রক্ষায় এক প্রকার যুদ্ধে লিপ্ত ঠিক তখন হিমালয়ের উপত্যকায় বসবাসরত একদল উপজাতি নারীদের দিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ ক্ষমতা। ‘মৌস’ নামের এ উপজাতিদের মতে, বিয়ে আসলে কোন অর্জন বা কৃতিত্বের কিছু নয়। পুরুষ কখনই নারীর সম্পূরক হতে পারে না। নারীরা সমাজের অন্যতম মুখ, সমাজের প্রতিচ্ছবি। -ওয়েবসাইট
×