ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমাদের জন্য হুমকি নয় ॥ রাশিয়া

প্রকাশিত: ০৬:০৩, ১৬ মে ২০১৭

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমাদের জন্য হুমকি নয় ॥ রাশিয়া

রাশিয়া মার্কিন গণমাধ্যমের দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে যে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা মস্কোর জন্য হুমকি তৈরি করেছে। রাশিয়া আরও বলেছে, দেশটির সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পতিত ক্ষেপণাস্ত্র কোন অবস্থাতেই রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করতে পারে না। খবর ইয়াহু নিউজের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রুশ ফেডারেশন কোনভাবেই হুমকিগ্রস্ত হয়নি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সতর্কীকরণ ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর থেকে টানা ২৩ মিনিট ধরে শেষ পর্যন্ত এটির গতিপথ পর্যবেক্ষণ করেছে। ক্ষেপণাস্ত্রটি রুশ সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে জাপান সাগরের মাঝামাঝি গিয়ে পতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রবিবার সকালে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে জাপান সাগরে পতিত হয়। জাপানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠে গিয়েছিল বলে আনুভূমিক দিক দিয়ে এটি ৭০০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। কিন্তু এটিকে দূরের কোন লক্ষ্য বস্তুতে নিক্ষেপ করা হলে ক্ষেপণাস্ত্রটি চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারত। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউস রবিবার বলেছিল, ক্ষেপণাস্ত্রটি রুশ সীমান্তের এত কাছ ঘেঁষে চলে গেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন না এতে রাশিয়া সন্তুষ্ট হয়েছে।
×