ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নে আজীবন চেষ্টা করে গেছেন ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৬:০২, ১৬ মে ২০১৭

ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নে আজীবন চেষ্টা করে গেছেন ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়-এ বিশ্বাস নিয়ে ড. ওয়াজেদ বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সাবেক চেয়ারম্যান ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনোয়ার হোসেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা এবং বাপশকের সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
×