ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেষ্টায় সব হয়

প্রকাশিত: ০৬:০১, ১৬ মে ২০১৭

চেষ্টায় সব হয়

অনুশীলন সাফল্যের চাবিকাঠি। ফের এই প্রবাদের যথার্থতা প্রমাণ হলো। এবার কালেব রিচার্ডসন নামের ১৪ বছর বয়সী এক বালক বরশি দিয়ে ৮৩৫ পাউন্ড ওজনের একটি ব্লুফিন টুনা ধরে আলোচনায় এল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার গ্রান্ড আইল্যান্ডে বিশাল আকারের এই মাছ ধরে ১১৫ পাউন্ড ওজনের কালেব রিচার্ডসন। খবরে বলা হয়েছে, মাছ ধরা অন্যতম শখ রিচার্ডসনের। এ বছরের গ্রীষ্মের পুরোটা সময় মাছ ধরার ওপর নোভা স্কশিয়া থেকে হাতেকলমে শিক্ষা নিয়েছে সে। আর মাত্র ৪৫ মিনিটের চেষ্টায় ধরে ফেলেছে এই বিশাল টুনাটি। মাছটির পরিধি ৪৫ ইঞ্চি। কালেব রিচার্ডসনের গর্বিত পিতা কিথ রিচার্ডসন বলেন, কালেবের বয়স কম হলেও একজন দক্ষ মাছ শিকারির মতো টুনাটি টেনে তুলেছে।-মার্লিন ম্যাগাজিন অবলম্বনে।
×