ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর গবেষণা

খাদ্যে অতিরিক্ত লবণ হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে

প্রকাশিত: ০৬:০০, ১৬ মে ২০১৭

খাদ্যে অতিরিক্ত লবণ হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকের নিচতলায় শহীদ ডাঃ মিলন হলে সোমবার, সকাল সাড়ে ৯টায় লবণ খাওয়ার স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে বিশেষ করে লবণও যে অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায় সে বিষয়ে এ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এ্যান্ড ইনফরমেটিক বিভাগের উদ্যোগে পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর, বি-এর শেয়ার প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেনÑ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান। সেমিনারের দ্বিতীয়পর্বে ছিল বৈজ্ঞানিক অধিবেশন। বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতিত্ব করেন আইসিডিডিআর, বি-এর বিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. ইকবাল আনোয়ার। মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা (গবেষণা ও প্রকাশনা) ড. এম মোস্তফা জামান। প্যানেলিস্ট ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল জলিল চৌধুরী, অধ্যাপক ডাঃ মোঃ হারিসুল হক ও নাগরিক টিভির চীফ অপারেটিং অফিসার ড. আব্দুন নূর তুষার। সেমিনারে সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্বাস্থ্য অধিদফতর কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী, প্রাইভেট সেক্টর, স্বাস্থ্য গবেষক, স্বাস্থ্য ব্যবস্থাপক, নীতিনির্ধারক, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য সম্পর্কিত গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হবে। তবে গবেষণায় নতুন কিছু থাকতে হবে। যে কোন গবেষণা অবশ্যই পাবলিকেশন হতে হবে। উল্লেখ্য, বাংলাদেশে মোট অসুস্থ মানুষের ৬১ শতাংশ হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির রোগে আক্রান্ত। এগুলোর মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে হৃদরোগ ১৭ শতাংশ, ক্যান্সার ১০ শতাংশ, ডায়াবেটিস ১৬ শতাংশ এবং অন্যান্য অসংক্রামক রোগ ১৮ শতাংশ। -বিজ্ঞপ্তি
×