ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

রবীন্দ্রনাথ-নজরুলের কবিতার যুগলবন্দী আবৃত্তিসন্ধ্যা

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ মে ২০১৭

রবীন্দ্রনাথ-নজরুলের কবিতার যুগলবন্দী আবৃত্তিসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ বাঙালীর যাপিত জীবনের শাখা-প্রশাখায় মিশে আছেন তারা গান-কবিতাসহ শিল্প-সাহিত্যের ডালপালায়। আনন্দ-বেদনা, প্রেম-ভালবাসা থেকে শুরু করে বিদ্রোহী সত্তার শিকড়ে প্রবলভাবে বিরাজমান তাদের অস্তিত্ব। বাঙালীর অতি আপনজন সেই কবিদ্বয় হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সোমবার সন্ধ্যায় কবিতার আশ্রয়ে উভয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন করল আবৃত্তি সংগঠন স্বরচিত্র। মাহিদুল ইসলাম নির্দেশিত যৌথ এ প্রযোজনাটির শিরোনাম ছিল ‘অন্য যুগের সখা ॥ যে বীণা রুদ্রবীণা’। দুই কবির কবিতায় সাজানো যুগলবন্দী প্রযোজনাটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফকে। আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রীর স্ত্রী নিলু রায়কে স্মরণ করে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু আয়োজন। পরিবেশনার শুরুতেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে প্রযোজনা ‘অন্য যুগের সখা’। শুরুতেই রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ থেকে বৃন্দ আবৃত্তি করেন স্বরচিত্রের আবৃত্তিশিল্পীরা। রবীন্দ্র প্রযোজনাটি শেষে শুরু হয় নজরুলের কবিতাভিত্তিক প্রযোজনা ‘যে বীণা রুদ্রবীণা’। শুরুতেই বৃন্দকন্ঠে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি পাঠ করেন স্বরচিত্রের শিল্পীরা। জয়নুল গ্যালারিতে ‘ইন্টিগ্রিটি অব বেঙ্গল’ ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘ইন্টিগ্রিটি অব বেঙ্গল’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী। বাংলাদেশ ও ভারতের ২০ জন নবীন শিল্পীর চিত্রকলাসহ নানা শিল্পকর্ম নিয়ে আট দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চারুকলা একাডেমির ডিন অধ্যাপক নিসার হোসেন। এছাড়াও অতিথি ছিলেন শিল্পী রোকেয়া সুলতানা, ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জিশনু প্রসন্ন মুখার্জি, চিত্র সমালোচক মুস্তফা জামান ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের চারুকলার সহযোগী অধ্যাপক রশীদ আমিন। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীদের মধ্যে বাংলাদেশের ১৬ জন এবং ভারতের ৪ জন। তারা ঢাকা বিশ^বিদ্যালয়, খুলনা বিশ^বিদ্যালয়, বিশ^ভারতী বিশ^বিদ্যালয়, ইউডা, রবীন্দ্রভারতী বিশ^বিদ্যালয় এবং বরোদা বিশ^বিদ্যালয় থেকে শিল্পকলার নানা বিষয়ে পড়াশোনা শেষ করেছেন কয়েক বছর আগে। প্রদর্শনীতে তাদের আঁকা ২০টি চিত্রকর্ম, ১৪টি ছাপচিত্র, ৭টি ভাস্কর্য, ৪টি কারুশিল্প এবং ৩টি সিরামিক ওয়ার্ক স্থান পেয়েছে। এই প্রদর্শনী চলবে ২২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। নিউইয়র্কে হুমায়ূন মেলা ॥ নিউইয়র্কে হুমায়ূন আহমেদের অনেক স্মৃতি। এখানে তিনি তার জীবনের অনেক কঠিন সময় এবং আনন্দময় দিন কাটিয়েছেন। ১৪ মে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো অডিটোরিয়াম এবং পার্কিং লটে হুমায়ূন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। এদিন বিকেল পাঁচটায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে হুমায়ূন মেলার উদ্বোধন করেন তিনি। শোটাইম মিউজিক এ্যান্ড প্লে আয়োজিত নিউইয়র্কে প্রথম হুমায়ূন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ উল্যাহ, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের স্ত্রী তানজীনা রহমান, স্বনামধন্য কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার, দিলরুবা খান, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রিজিয়া পারভীন, প্রমুখ। মেলায় ‘হুমায়ূন আহমেদের সাহিত্যে মধ্যবিত্তের জীবন’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনায় সভাপতিত্ব করেন মেহের আফরোজ শাওন। বক্তব্য রাখেন ‘ঠিকানা’র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, ‘বাঙালী’র সম্পাদক কৌশিক আহমেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, হুমায়ূন আহমেদের বাল্য বন্ধু ফান্শু ম-ল প্রমুখ।
×