ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির ভিশন হাওয়ায় মিলিয়ে গেছে ॥ হাছান মাহ্মুদ

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ মে ২০১৭

বিএনপির ভিশন হাওয়ায় মিলিয়ে গেছে ॥ হাছান  মাহ্মুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গায়ে পেট্রোল বোমা, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার তকমা লেগে আছে। তা থেকে থেকে বেরিয়ে আসার ব্যর্থ চেষ্টার অংশ হিসেবেই তারা ভিশন ঘোষণা করেছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, জাতিকে তিনি নাকি রংধনু জাতিতে পরিণত করবেন! বাস্তবে রংধনু আকাশে হঠাৎ উদিত হয়ে মুহূর্তেই মিলিয়ে যায়। বিএনপির ভিশনটাও সে রকম। ঘোষণার সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে গেছে। সোমবার ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে ড. হাছান মাহমুদ এসএসসি পরীক্ষার হার নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়ার অভিযোগে আমরা হতবাক হইনি। তার প্রতি সম্মান রেখেই বলতে চাই যে তিনি এসএসসি পরীক্ষার বৈতরণী পার হতে পারেনি। তাই এখন হয়ত তার এই মনোবেদনা। এ কারণে তিনি এসএসসি পরীক্ষার পাসের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। প্রেস ব্রিফিংকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার নম্বরপত্রটি সাংবাদিকদের সামনে তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়সহ পিতামাতা ও শিক্ষকদের কারণে পাস করেছে। কিন্তু বিএনপি নেত্রী যেহেতু এসএসসি পরীক্ষায় পাস করেননি, দেশের ছেলেমেয়েরা কেন এত বেশি পাস করবে তাই নিয়ে তিনি (খালেদা জিয়া) প্রশ্ন তুলবেন, এটাই স্বাভাবিক। তিনি এসএসসি পরীক্ষায় পাসের জন্য শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বিএনপির ঘোষিত ভিশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, অনেকেই বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম হওয়া উচিত ছিল মিথ্যা ফখরুল ইসলাম। আমি সেভাবে দেখতে চাই না। তিনি যে মিথ্যা বলায় পারদর্শী তার বহির্প্রকাশ ঘটিয়ে মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের আগে নাকি বিএনপি ভিশন দিয়েছে! আওয়ামী লীগের আগে তারা (বিএনপি) কখন, কোথায় ভিশন ঘোষণা করেছে এটাও অনুসন্ধানের বিষয়। হয়ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কানে কানে খালেদা জিয়া কখন ভিশন ঘোষণা করেছেন। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু, প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বিটু, কোহিনূর আলম প্রমুখ।
×