ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বস্তিদায়ক ভ্যাট হার নির্ধারণে গাইড লাইন দিয়েছেন প্রধানমন্ত্রী ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মে ২০১৭

স্বস্তিদায়ক ভ্যাট হার নির্ধারণে গাইড লাইন দিয়েছেন প্রধানমন্ত্রী ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বস্তিদায়ক ভ্যাট হার নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গাইড লাইন দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে এই হার কতভাগ তা স্পষ্ট করেননি বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভ্যাট হার নিয়ে সরকারের সিদ্ধান্তে ব্যবসায়ী মহল খুশি হবেন বলে আশা করছি। এতে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীর ওপর বিরূপ প্রভাব পড়বে না। সোমবার সচিবালয়ে ভ্যাট হার নির্ধারণ ও আইন সংশোধন বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। ভ্যাট হার নির্ধারণ এবং আইনটি সংশোধনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত ১৪ মে রাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও অংশগ্রহণ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, অত্যন্ত সতর্কতা, গুরুত্ব ও সবদিক বিবেচনা করেই ভ্যাট আইন কার্যকর করা হবে। আমরা (সরকার) মনে করছি এতে সন্তুষ্ট হবে ব্যবসায়ীরা। কারণ ভ্যাটের আওতায় কিছু নতুন যোগ হবে। এতে ব্যবসায়ীদের অসন্তুষ্ট হওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, ট্যাক্স দেয়ার সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেছে। আগে এটি ছিল ২০ লাখ। রাজস্ব আদায় অনেক বেড়েছে। উন্নয়নমূলক বাজেট ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা করা হয়েছে। সবকিছু এগিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাট, কাস্টমস ও ইনকাম ট্যাক্স এই তিনটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এটি আগামী ২০১৭-১৮ অর্থবছর বাজেটের মধ্যে আসবে এবং প্রতিফলিত হবে। অর্থমন্ত্রী বলেছেন, ১৫ শতাংশ ভ্যাট হার থাকবে না। প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯১ সাল থেকেই ১৫ শতাংশ হারে ভ্যাট দেয়া হচ্ছে। অনেক খাত ছিল ভ্যাট আওতামুক্ত। যেহেতু একটি ভ্যাট আইন করা হচ্ছে, ফলে যা করা হবে সহনীয় থাকবে। ভ্যাট হার নিয়ে স্বস্তিদায়ক বলেছেন অর্থমন্ত্রী। তার বক্তব্যই সঠিক। প্রধানমন্ত্রী সেভাবেই করার নির্দেশ দিয়েছেন। ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেয়ার কিছু নেই। এরপর ভ্যাট নিয়ে টুকটাক কিছু করার দরকার হলে এনবিআরের সঙ্গে বসে অর্থমন্ত্রী ঠিক করবেন। ভ্যাট ১২ শতাংশ হতে পারে আইন সংশোধন করে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ভ্যাট ১২ শতাংশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। ইতোমধ্যে অর্থমন্ত্রীর পক্ষ থেকে ১৩ শতাংশ ভ্যাট হার নির্ধারণ করার বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে এই হারও বেশি বলে মনে করেন ব্যবসায়ী মহল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিবিসিসিআই ভ্যাট ৩ থেকে ৫ এবং ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) থেকে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সংগঠন দুটির এই প্রস্তাবে অসন্তুষ্ট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শেষ পর্যন্ত ভ্যাট হার ১২ শতাংশের মধ্যে রাখা হতে পারে বলে জানা গেছে। ভ্যাট ১২ শতাংশের নিচে নামিয়ে আনা হলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ না হওয়ার আশঙ্কা করছে এনবিআর। যদিও এবারের বাজেটের আকার বাড়িয়ে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এ কারণে রাজস্ব আদায়েও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
×