ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মে ২০১৭

বজ্রপাতে স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ মে ॥ কুষ্টিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রী এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম ইতি খাতুন (১৪)। সোমবার সকালে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের শাকদহচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ইতি খাতুন ওই গ্রামের কৃষক আব্দুল লতিফের কন্যা। স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বজ্রপাতে সে গুরুতর অগ্নিদগ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, এখানে বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ডাঃ খোকন শর্মার পুত্র অভিজিৎ শর্মা (২০) বজ্রপাতে নিহত হয়। সে বারইয়ারহাট ডিগ্রী কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র। সোমবার সকালে বারইয়ারহাট পৌরবাজারে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হয় অভিজিৎ। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে একই সময় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের লাদেন টিলা এলাকার ফয়েজ কোম্পানি বাড়ির নুরুল মোস্তফার পুত্র নুরের নবী (৩৫) বজ্রপাতে নিহত হয়। সে পেশায় রাজমিস্ত্রি। নিজ বসতঘরে তিনি বজ্রপাতে মারাত্মকভাবে আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে সোমবার বজ্রপাতে ইটভাঁটির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম এরশাদ হোসেন (২৮)। সে কুড়িগ্রামের উলিপুর থানার গোড়াই রগুরগমবাড়ী এলাকার কলুর উদ্দিনের ছেলে। সে কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর এলাকার ফাইভ স্টার ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করত। ইটভাঁটির পরিচালক মোঃ সফিকুল ইসলাম জানান, সোমবার বৃষ্টির সময় এরশাদ ইটভাঁটিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। কালিয়াকৈর থানার এসআই ইমরান হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃতের স্বজনরা এরশাদের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
×