ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার ছেলেকে ক্রসফায়ারে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৫১, ১৬ মে ২০১৭

মুক্তিযোদ্ধার ছেলেকে ক্রসফায়ারে হত্যার হুমকি

স্টাফ রিপোর্র্টার ॥ রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে এক মুক্তিযোদ্ধার পরিবার। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ওই মুক্তিযোদ্ধার দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছেলেকে হুমকি দিচ্ছে। তাকে স্ন্ত্রাসী সাজিয়ে ক্রসফায়ারে হত্যার মতো হুমকিও দিচ্ছে এলাকার প্রভাবশালী এক কমিশনার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন মুক্তিযোদ্ধার সন্তান আরিফুল ইসলাম বাবু। কাফরুলের পশ্চিম বাইশটেকি এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বাবু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তার পিতা মরহুম আব্দুস সামাদ ছিলেন পুলিশের একজন এএসপি মযার্দার কর্মকর্তা, যিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতার পর তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তার মৃত্যুর পর থেকে পরিবারের ওপর নানা হয়রানি শুরু করে মহল্লারই একটি প্রভাবশালী মহল। এক প্রশ্নের জবাবে বাবু বলেন, আমি দক্ষিণ আফ্রিকার নাগরিক হয়েও দেশে ফিরে এই চক্রটির রোষানলের শিকার হচ্ছি। এলাকার এক কমিশনার ও তার সাঙ্গোপাঙ্গরা সারাক্ষণই আমার ও পরিবারের ওপর অত্যাচার ও নানা হুমকি দিচ্ছে। এমন কি মিথ্যা মামলায় জড়িয়ে ক্রসফায়ারে নেয়ারও হুমকি দিচ্ছে। তিনি এর প্রতিকার দাবি করেন।
×