ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়া ইউরোপে ফের সাইবার হামলা

প্রকাশিত: ০৫:৫০, ১৬ মে ২০১৭

এশিয়া ইউরোপে ফের সাইবার হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ এশিয়া ও ইউরোপের কয়েক দেশে সোমবার নতুন করে সাইবার হামলার ঘটনা ঘটেছে। তবে গত শুক্রবারের নজিরবিহীন সাইবার হামলার তুলনায় সোমবারের এই হামলা ততটা প্রকট নয়। সোমবার সপ্তাহান্তের ছুটি কাটিয়ে ইউরোপ-আমেরিকাজুড়ে কোটি মানুষ কাজে ফেরে। তাই আগে থেকেই গতকালের এই হামলার আশঙ্কা করা হচ্ছিল। চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ’ কম্পিউটারে সোমবার নতুন করে ওয়ানাক্রাই র‌্যানসমওয়ার ভাইরাস প্রবেশ করেছে। ওদিকে শুক্রবারের সর্বকালের নজিরবিহীন সাইবার হামলার পর বিশ্বের প্রথমসারির প্রায় সকল কম্পিউটার সিকিউরিটি সংস্থা জানিয়েছে, এই ঘটনার পেছনে যারাই থাকুক তাদের খোঁজা হচ্ছে। এই হামলার পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খোলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলায় রাশিয়ার কিছুই করার নেই। চীনের বেজিংয়ে চলমান এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দেয়া এক সাক্ষাতকারে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, এই সাইবার হামলা নিয়ে রাশিয়ার কোন মাথাব্যথা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, শুক্রবার বিশ্বব্যাপী যে সাইবার হামলা চালানো হয়েছে সেটিকে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্কবার্তা। খবর বিবিসি ও এএফপির। ওদিকে সোমবার বিশ্বব্যাপী ওয়ানাক্রাই র‌্যানসমওয়ার হামলার পরিমাণ কমে আসা ও শুক্রবারের হামলার পর ক্রমে পরিস্থিতি উন্নতি হওয়ার ঘটনাকে একটি সফলতা হিসেবে দেখছেন ইউরোপোলের সিনিয়র মুখপাত্র জ্যান অপ জেন ওর্থ। তিনি বলেন, সোমবার আক্রান্তের পরিমাণ তেমন বাড়েনি। আর শুক্রবার আক্রান্ত অনেক কম্পিউটারের ডেটা ফেরত আসতে শুরু করেছে। একই দিন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেন, তাদের দেশে নতুন কোন কম্পিউটার ওয়ানাক্রাই র‌্যানসমওয়ারে আক্রান্ত হয়নি। একই দিন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেন, তাদের দেশে নতুন কোন কম্পিউটার ওয়ানাক্রাই র‌্যানসমওয়ারে আক্রান্ত হয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারনেট সিকিউরিটি সংস্থা ফায়ারআই বলেছে, আমাদের মনে হচ্ছে প্রাথমিকভাবে অল্প পরিসরে সাইবার হামলা হয়েছে। পরবর্তীতে আরও বড় ধরনের হামলা হতে পারে। গত শুক্রবারের সাইবার হামলায় বিশ্বের ১৫০টি দেশের দুই লাখের বেশি কম্পিউটার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বড় বড় কর্পোরেশনসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে। সাইবার হামলায় ব্যবহৃত ভাইরাসটি কম্পিউটার ব্যবহারকারীদের সব ফাইলেও নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থ দাবি করে, দাবিকৃত অর্থ দেয়া হলে ফাইলের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে ফিরিয়ে দেয়া হবে বলে আশ্বাস দেয়। এ সাইবার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য। এ ধরনের আরেকটি হামলা আসন্ন এবং সেটি সোমবারই হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ব্যবহারকারীদের তাদের কম্পিউটারের নিরাপত্তা আপডেট করে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেন তারা। ইউরোপোল প্রধান ওয়াইনরাইট বলছেন, ‘বাড়তে থাকা হুমকির মুখে আছি আমরা, সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিবছর সাইবার অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী আমরা প্রায় দুইশ’ অভিযান চালাচ্ছি, কিন্তু এ ধরনের হামলা আমরা কখনও দেখিনি। ওয়ার্ম যুক্ত করে ব্যবহার করায় রানসামওয়্যারটি বিশেষ ধরনের হয়ে উঠেছে, যা আক্রান্ত কম্পিউটাগুলোর মধ্য দিয়ে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে বলে জানান তিনি। তবে হামলার ব্যাপকতার তুলনায় হামলার শিকাররা ‘লক্ষ্যণীয়ভাবে কম’ অর্থ পরিশোধ করেছে বলে জানিয়েছেন ওয়াইনরাইট। বিশ্বব্যাপী এ সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত তিনটি এ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, হ্যাকারদের ২২ হাজার ৮০ পাউন্ডের মতো অর্থ দেয়া হয়েছে।
×