ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুরনো হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য

প্রকাশিত: ০৪:২৪, ১৬ মে ২০১৭

পুরনো হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য

দেশে পুরানো বা রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ রয়েছে। তবে নতুনের সঙ্গে পুরানোর শুল্ক পার্থক্য প্রায় ৫০ শতাংশ। আর এই বৈষম্য দূর করতে দু-তিন বছর ধরে সরকারের কাছে আবেদন-নিবেদন জানিয়ে আসছিলেন পুরানো গাড়ি আমদানিকারক ও পরিবেশকরা। এক্ষেত্রে অর্থমন্ত্রীর ইতিবাচক সাড়া থাকলেও মিলছে না সুফল। আসছে নতুন বছরের বাজেট। তাই ফের আলোচনায় হাইব্রিড গাড়ি। এবার আর আশ্বাস নয় বাজেটে এর ঘোষণা চান ব্যবসায়ীরা। -অর্থনৈতিক রিপোর্র্টার বৈষম্যমূলক নীতির প্রতিবাদে বিড়ি শ্রমিকদের মানববন্ধন বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক শিল্প নীতির প্রতিবাদে রবিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাগেরহাটের মোল্লার হাট উপজেলা চত্বরে আয়োজিত এ সমাবেশে বলা হয়, এই মানববন্ধনে হাজার হাজার বিড়ি শ্রমিক শপথ নিচ্ছে যে, যতদিন এদেশে সিগারেট থাকবে ততদিন বিড়িও থাকবে। কারণ বিড়ি এদেশেরই সম্পূর্ণ কাঁচামালে তৈরি। গরিব মানুষ তৈরি করে এবং গরিব মানুষ খায়। সমাবেশে হারিক হোসেন বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর সম্পূর্ণ কর মুক্ত রেখে নিম্নস্তরের সিগারেটের ওপর কর বৃদ্ধি করে শিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মস্থানের নিশ্চয়তা রাখতে হবে। সমাবেশে নেতৃবৃন্দ সরকারের এক মন্ত্রীর বিতর্কিত এই বক্তব্যেও প্রতিবাদ জানিয়ে বলেন, সিগারেট ও বিড়ি একই সগোত্রীয় পণ্য হওয়া সত্বেও সিগারেটের প্রতি পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। শ্রমঘন বিড়ি শিল্পের জন্য হুমকিস্বরূপ। -অর্থনৈতিক রিপোর্টার
×