ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফবিসিসিআই নির্বাচনে মহিউদ্দিন প্যানেল জয়ী

প্রকাশিত: ০৪:২২, ১৬ মে ২০১৭

এফবিসিসিআই নির্বাচনে মহিউদ্দিন প্যানেল জয়ী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে জয় পেয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ী সফিউল ইসলাম মহিউদ্দিনের সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ। নির্বাচনী ফলাফলে গণতান্ত্রিক পরিষদের ১৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে মাত্র ২ জন প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে সরকারপন্থী প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নিতে রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুধু এ্যাসোসিয়েশন গ্রুপের ভোটগ্রহণ চলে। নির্ধারিত ১৮টি পদের জন্য ভোট দেন ১ হাজার ৬৬৮ জন। মোট ভোটার ছিলেন ১ হাজার ৮৯৮ জন। গণতান্ত্রিক পরিষদ থেকে বিজয়ীরা হলেন খন্দকার মঈনুর রহমান জুয়েল, এসএম জাহাঙ্গীর হোসাইন, সাফকাত হায়দার, আবুল আয়েস খান, মুনতাকিম আশরাফ, নিজামুদ্দিন আহমেদ, আমজাদ হোসাইন, শফিকুল ইসলাম ভরসা, আবু মোতালেব, হাবিবুল্লাহ ডন, খন্দকার রুহুল আমিন, নিজামুদ্দিন রাজেশ, হাফেজ হারুন, শমী কায়সার, আবু নাছের ও রাশেদুল হোসাইন চৌধুরী রনি। অন্যদিকে ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে বিজয়ীরা হলেন কাজী এরতেজা হাসান ও হেলেনা জাহাঙ্গীর। পরিচালক প্রার্থীদের মধ্যে খন্দকার রুহুল আমিন সর্বোচ্চ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন। তারপরই রয়েছে আবু মোতালেব। ?যিনি পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯৫ ভোট। গণতান্ত্রিক পরিষদ থেকে হেরেছেন আনোয়ার হোসাইন (৬৮৩ ভোট) এবং আব্দুল হক (৯০৭ ভোট)। এবার এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও, হয়েছে এ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে। চেম্বার গ্রুপের ১৮ পদে সমঝোতা হওয়ায় ভোট হয়নি। বাকি ২৪টি পদে সরকার মনোনীত পরিচালকরা আসীন হবেন। যার ১২টি চেম্বার ও ১২টি এ্যাসোসিয়েশনের। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ। এফবিসিসিআইর নির্বাচন বোর্ড জানিয়েছে, আজ ১৬ মে পরিচালকদের ভোটে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপীল করা যাবে। আর ২০ মে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।
×