ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের বোনাস শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৪:২১, ১৬ মে ২০১৭

ব্র্যাক ব্যাংকের বোনাস শেয়ার বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি এ্যাকাউন্ট বা বিও হিসাবে জমা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, গত ২০ মার্চ কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ, আর ২০ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৩৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংকের ইপিএস ৩৮ পয়সা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৫ পয়সা। আর এককভাবে কোম্পানির এনএভি হয়েছে ১৯ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×