ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার পতনে শুরু পতনেই শেষ

প্রকাশিত: ০৪:২১, ১৬ মে ২০১৭

পুঁজিবাজার পতনে শুরু পতনেই শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার দুই বাজারেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে শেষও হয়েছে পতনের মাধ্যমে। এদিন দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও গত কার্যদিবসের চেয়ে কমেছে। ভাল মূলধনী কোম্পানিগুলোর দর কমলেও ছোট মূলধনী বা জাঙ্ক কোম্পানিগুলোর চাহিদা ছিল চোখে পড়ার মতো। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২ কোটি ১২ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৫৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২ পয়েন্টে। সোমবার খাতভিত্তিক লেনদেনের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ কোম্পানির দর কমলেও সবচেয়ে বেশি লেনদেন করেছে বস্ত্র খাতের কোম্পানিগুলো। দিনটিতে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৯ কোটি টাকা, যা সার্বিক লেনদেনের ১৫.৪৮ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৪.০৫ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলো। খাতটি মোট ৬৭ কোটি টাকা লেনদেন করে সার্বিক লেনদেনের ১৩.১৪ শতাংশ দখল করেছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার, আরএসআরএম স্টিল, ন্যাশনাল ফিড মিল, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, বিডি ফাইন্যান্স এবং ওয়ান ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল, সোনালী আঁশ, নদার্ন জুট, এমবি ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, জিএসপি ফাইন্যান্স, বিডি অটোকার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ও ইস্টার্ন কেবল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, আইসিবি এএমসিএল ২য় এনআরবি, রিজেন্ট টেক্সটাইল, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউসিবি ও প্রগতি ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সিটি ব্যাংক, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল, ডরিন পাওয়ার, ফারইস্ট ফাইন্যান্স ও প্যাসিফিক ডেনিম।
×