ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারত সফরে গাজীপুরের ‘মুক্তমঞ্চ নির্বাক দল’

প্রকাশিত: ০৩:৩৮, ১৬ মে ২০১৭

ভারত সফরে গাজীপুরের ‘মুক্তমঞ্চ নির্বাক দল’

স্টাফ রিপোর্টার ॥ দেশের মাইম শিল্পচর্চার অন্যতম সংগঠন গাজীপুরের ‘মুক্তমঞ্চ নির্বাক দল’। ঢাকার অদূরে এই দলটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের নিজ চেষ্টার মাধ্যমে সংস্কৃতির অন্যতম মাধ্যম মাইম বা মূকাভিনয় চর্চা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের বাইরেও তাদের প্রযোজনাগুলোর একাধিক প্রদর্শনী করেছে দলটি। চলতি বছরের জানুয়ারি এবং মার্চ মাসে ভারতের পশ্চিমবঙ্গে তিনটি মূকাভিনয় উৎসবে সফলভাবে অংশ নিয়েছে তারা। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন উৎসবে অংশ নেয়ার ধারাবাহিকতায় গত ১৩ মে শনিবার আবারও ভারত গেছে মূকাভিনয় চর্চার অন্যতম সংগঠন গাজীপুরের ‘মুক্তমঞ্চ নির্বাক দল’। ১৪ মে রবিবার থেকে শুরু হওয়া ত্রিপুরার সাংস্কৃতিক সংগঠন ‘লিটল ড্রামা গ্রুপ’ আয়োজিত শিবপ্রসাদ স্মৃতি নাট্যোৎসবে অংশগ্রহণ করতেই তাদের এই সফর। মুক্তমঞ্চ নির্বাক দলের এই সফরে প্রতিনিধিত্ব করছে দলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ চৌধুরী, অর্থ সম্পাদক বদরুল আলম পনির এবং সদস্য সজীব কর জয়। মুক্তমঞ্চ নির্বাক দলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ চৌধুরী বলেন দেশের বাইরে বাংলাদেশের মূকাভিনয়ের প্রতিনিধিত্ব করতে পারাটা আমাদের জন্য সবসময়ই সম্মানের। বছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গের তিনটি উৎসবের ধারাবাহিক সাফল্যই আমাদের এবারের সফরের সুযোগ তৈরি করে দিয়েছে। এই সফরগুলো নিঃসন্দেহে আমাদের দলের সদস্যদের মূকাভিনয় চর্চায় অনুপ্রাণিত করে। উৎসবের তৃতীয় দিন আজ মঙ্গলবার ‘মুক্তমঞ্চ নির্বাক দল’ তাদের দুটি মূকনাটকের প্রদর্শনী করবে। মূকনাটক দু’টি হলো শহিদুল হাসান শামীমের নির্দেশনায় ‘সেভ ট্রি সেভ লাইফ’ এবং বদরুল আলম পনিরের নির্দেশনায় ‘দ্য গ্রেট থিফ’। এছাড়াও ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায়, লিটল ড্রামা গ্রুপের ব্যবস্থাপনায় চার দিনব্যাপী মূকাভিনয় কর্মশালায় পশ্চিমবঙ্গের বিশিষ্ট মূকাভিনেতা রতন চক্রবর্তীর সঙ্গে যৌথ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন মুক্তমঞ্চ নির্বাক দলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ চৌধুরী। প্রদর্শনীতে অংশ নেয়া এবং কর্মশালা শেষে আগামী ১৮ মে মুক্তমঞ্চ নির্বাক দলের সদস্যদের দেশে ফিরে আসার কথা রয়েছে।
×