ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন রংপুরের শিবলী সাদিক

প্রকাশিত: ০৩:৩৬, ১৬ মে ২০১৭

ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন  রংপুরের শিবলী সাদিক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে লোকসঙ্গীত বিষয়ক অন্যতম রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে এবার চ্যাম্পিয়ন হয়েছেন রংপুরের শিবলী সাদিক। প্রথম রানারআপ ময়মনসিংহের প্রতিযোগী শফিকুল ইসলাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন কুষ্টিয়ার লাল্টু হোসেন। রবিবার সাভারের আশুলিয়ায় এইজিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে স্থানীয় গ্রামবাসী, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের লোকসঙ্গীতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ‘ম্যাজিক’-এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশন দ্বিতীয়বারের মতো ম্যাজিক বাউলিয়ানার আয়োজন করে। ‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও শফি ম-ল। তারা ছাড়াও অডিশন রাউন্ডের বিচারকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারকা কন্ঠশিল্পীরা উপস্থিত থেকে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়ে এ আয়োজনকে প্রাণবন্ত করেন। ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর চ্যাম্পিয়ন শিবলী সাদিক পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকার প্রাইজমানি। তাছাড়া প্রথম রানারআপ শফিকুল ইসলাম ৩ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ লাল্টু হোসেন ২ লাখ টাকা, তৃতীয় রানারআপ পাপিয়া জাহান এবং চতুর্থ রানারআপ কামরুজ্জামান রাব্বী ৫০ হাজার টাকা করে পুরস্কার লাভ করেন। প্রাইজমানির পাশাপাশি প্রতিযোগীদের গাওয়া গানের কপিরাইট এবং এর রয়্যালিটি নিশ্চিত করতে স্কয়ার টয়লেট্রিজ এবং মাছরাঙা টেলিভিশন প্রথম ১০ প্রতিযোগির প্রত্যেকের জন্য একটি করে ডিজিটাল চ্যানেল তৈরি করবে । লিগ্যাল টিমের মাধ্যমে প্রথম ৬ মাস আইনি সহায়তা প্রদান করবে। এই প্রয়াস শিল্পীদের ন্যায্য সম্মানী পাওয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আয়োজকরা আশা করেন। ৩০ হাজারের বেশি প্রতিযোগী ‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করেছিলেন। নিবন্ধিত প্রতিযোগিদের নিয়ে বাংলাদেশের ৯টি অঞ্চলÑ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহীতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার অডিশন রাউন্ড। সেখান থেকে ৪০ জন শিল্পীকে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। পর্যায়ক্রমে এদের মধ্যে থেকে প্রতিযোগিতার নানা ধাপ পেড়িয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। ‘ম্যাজিক বাউলিয়ানার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও দিন-রাত। সিকিউরিটি পার্টনার এইজিস আর ওয়ারড্রোব পার্টনার হিসেবে ছিল বিশ্বরঙ।
×