ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাক-উইন্ডিজ দারুণ লড়াই

প্রকাশিত: ০৮:১৮, ১৫ মে ২০১৭

পাক-উইন্ডিজ দারুণ লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ডমিনিকা টেস্টের পঞ্চমদিনে দারুণ লড়াই জমে উঠেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত চা বিরতি পর্যন্ত একদিকে জিততে পাকিস্তানের দরকার ছিল ৪ উইকেট। আরেকদিকে ৩৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫৮ রান। লড়াইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। বিশেষ করে সপ্তম উইকেটে রেসটন চেজ ও জেসন হোল্ডার মিলেই ৫৩ রানের জুটি গড়ে লড়াইটি জমিয়ে তুলেছেন। ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে আজহার আলীর ১২৭, মিসবাহ উল হকের ৫৯, বাবর আজমের ৫৫ ও সরফরাজ আহমেদের ৫১ রানে ৩৭৬ রান করে অলআউট হয় পাকিস্তান। রেসটন চেজ ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে মোহাম্মদ আব্বাসের (৫/৪৬) বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে ২৪৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১২৯ রানে পিছিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৮ উইকেটে ১৭৪ রান করে ইনিংস ঘোষণা করে দেয়। চতুর্থদিনের শেষ বেলায় এসে পাকিস্তান ইনিংস ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের সামনে জিততে ৩০৪ রানের টার্গেট দাঁড় হয়। চতুর্থদিনেই ১ উইকেট হারিয়ে ৭ রান করে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার শেষদিনে ওয়েস্ট ইন্ডিজের জিততে দরকার আরও ২৯৭ রান। পাকিস্তানের জিততে লাগে ৯ উইকেট। এ রান করতে গিয়ে ৯৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসির শাহ ততক্ষণে একাই ৪ উইকেট শিকার করে ফেলেন। কিন্তু এরপরই রেসটন চেজ ও জেসন হোল্ডার মিলে হাল ধরেন। তারা দুইজন মিলেই ম্যাচটি জমিয়ে তুলেন। চা বিরতি পর্যন্ত দলকে ১৪৬ রানে নিয়ে যান। চেজ ৬৬ রানে ও হোল্ডার ২২ রানে ব্যাট করছিলেন।
×