ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় টিকফা বৈঠকে শ্রমিক অধিকারের বিষয়টি প্রাধান্য পাবে ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৮:১৬, ১৫ মে ২০১৭

ঢাকায় টিকফা বৈঠকে শ্রমিক অধিকারের বিষয়টি প্রাধান্য পাবে ॥ বার্নিকাট

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, সৌদিতে আরব-আমেরিকা সম্মেলন সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ঢাকায় অনুষ্ঠেয় টিকফা বৈঠকের আলোচনায় শ্রমিক অধিকারের বিষয়টি প্রাধান্য পাবে বলে তিনি জানিয়েছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে মার্শা বার্নিকাট সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) বৈঠকের প্রস্তুতি নিয়ে রবিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে মার্শা বার্নিকাট এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্শা বার্নিকাট বলেন, সৌদি আরবে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আরব-আমেরিকা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশগ্রহণ করছেন। আমরা আশা করছি বাংলাদেশের প্রধানমন্ত্রীও এতে অংশগ্রহণ করবেন। ঢাকায় টিকফা বৈঠকের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, আগামী বুধবার ঢাকায় টিকফা বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন লুইস কোট। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এবারের টিকফা বৈঠকে মার্কিন প্রশাসনের নতুন প্রতিনিধি আসছেন। বৈঠকে শ্রমিক অধিকারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিভিন্ন ধারা, কর্মপরিবেশ, কর্ম ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা প্রাধান্য পাবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে মার্শা বার্নিকাটের বৈঠকের আগে ঢাকার বেশ কয়েকটি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক হয়। সেই বৈঠকে মার্শা বার্নিকাট ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বুধবার ঢাকায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় টিকফা ফোরাম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য ইস্যুতে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
×