ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষক প্রতিনিধি নির্বাচন

ঢাবিতে নীল দলের স্বতন্ত্র প্যানেলের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৭:৫১, ১৫ মে ২০১৭

 ঢাবিতে নীল দলের স্বতন্ত্র প্যানেলের বিরুদ্ধে অভিযোগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আসন্ন ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নতুন আবির্ভূত নীল দলের স্বতন্ত্র প্যানেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে নীল দলের মূল প্যানেলের শিক্ষকরা। রবিবার নীল দলের মূল প্যানেলের আহ্বায়ক অধ্যাপক ড. নাজমা শাহীনের নেতৃত্বে ৩৫ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র নির্বাচন কমিশন বরাবর দাখিল করে। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেলের বিরুদ্ধে এ অভিযোগ দেয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, ‘নীল দলের প্রার্থী ব্যতিরেকে অন্য প্রার্থীরা নির্বাচনী প্রচারে নীল কাগজ ব্যবহার করতে পারবে না। এ প্যানেলের সঙ্গে নীল দলের কোন রকম সম্পর্ক নেই। বিশ^বিদ্যালয়কে অস্থিতিশীল করার কৌশল স্বরূপ নব্য এ স্বতন্ত্র প্যানেলের আবির্ভাব ঘটেছে। যারা নিজেদের নীল দল বলে দাবি করছে।’ এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে স্বতন্ত্রদলের প্রার্থী অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘নীল দল কোনভাবে নিবন্ধিত না। শিক্ষকরা সংঘবদ্ধভাবে এ প্রথা মেনে আসছে। তাই এ ধরনের অভিযোগ করার অধিকার তাদের নেই।’ এ বিষয়ে জানতে চাইলে নীল দলের মনোনীত প্রার্থী ও ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া জনকণ্ঠকে বলেন, ‘নীল দল ১৯৭৪ সাল থেকে নীল প্রতীক নিয়ে নির্বাচন করে আসছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ও বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ^বিদ্যালয়ের বিধি অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
×