ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজপথের আন্দোলনে বিএনপির পাশে থাকবে জামায়াত

প্রকাশিত: ০৭:৫০, ১৫ মে ২০১৭

রাজপথের আন্দোলনে বিএনপির পাশে থাকবে জামায়াত

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘ভিশন-২০৩০’-এ উল্লেখের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক আন্দোলনের। ২০ দলীয় জোট গঠনের সময় মেনুফেস্টোতে উল্লেখ ছিল সরকারের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে এ জোট এক হয়ে কাজ করবে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সেন্টার ফর ন্যাশনাল এ্যান্ড রিজিওনাল রিসার্স স্টাডিজ’ নামক একটি সংগঠন আয়োজিত ‘ভিশন অব বিএনপি-২০৩০’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তিনি বলেন, যেভাবেই হোক আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। তাই তাদের কাছে গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি। আওয়ামী লীগ সরকার একনায়ক ও স্বৈরাচারীভাবে দেশ পরিচালনা করছে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে বিএনপির পাশে জামায়াত থাকবে। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই ‘ভিশন-২০৩০’-এ তা বলা হয়েছে। কিন্তু ২০৩০ সালের মধ্যে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কী হবে সেটা এখানে প্রকাশ করার কোন অবকাশ নেই। ২০ দলীয় জোট গঠন করা হয়েছে আওয়ামী লীগ সরকারের একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং ফ্যাসিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তার প্রতিবাদ ও এ সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কাছে আমাদের প্রত্যাশা ছিল, তারা ‘ভিশন-২০৩০’ নিয়ে গঠনমূলক আলোচনা করবেন। কিন্তু তারা যা বলেছেন তা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। সুতরাং তাদের ধন্যবাদ দিতে পারছি না। বিএনপির ‘ভিশন-২০৩০’ আওয়ামী লীগের অনুকরণ- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগই বিএনপিকে অনুকরণ ও অনুসরণ করে। বিএনপি আওয়ামী লীগকে অনুসরণ করে না। তাদের ভিশনে, তাদের রাজনীতিতে, তাদের গণতন্ত্রে বহুক্ষেত্রে আমাদের অনুসরণ করেছেন এবং জিয়াউর রহমানকে অনুকরণ করেছেন। বিএনপি দেশের মানুষ ও গণতন্ত্রের স্বার্থেই ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছে। আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার পারভেজ আহমেদের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেনÑ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলারা জামান, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম প্রমুখ। ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে আন্দোলন করতে মাঠে নামার তাগিদ দিয়ে বলেন, ভাল ভাল কথা শেষ। এখন কাজ করতে কবে মাঠে নামবেন, না এবারও বলবেন ঈদের পর আন্দোলন, আপনারা আর কত অজুহাত দেবেন? বিএনপির ভিশনে রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে কোনকিছু উল্লেখ না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভিশনে একই ভাবে ভারতীয় আগ্রাসন, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে দেশে ‘র’-এর কর্মকা-ের বিষয়ে কী ব্যবস্থা নেবেন সে বিষয়েও কিছু বলা হয়নি। ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান কিংবা সেলিমা রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করার জন্য পরামর্শ দিয়েছেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ কাগজে লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
×