ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা, আহত ১০

প্রকাশিত: ০৭:৫০, ১৫ মে ২০১৭

কচুয়ায় এনবিআরের  সাবেক চেয়ারম্যানের  গাড়ি বহরে  হামলা, আহত ১০

নিজস্ব সংবাদদাতা ॥ কচুয়ায় এনবিআর সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের গাড়ি বহরে হামলা সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন কচুয়ায় তার আত্মীয়ের বাড়ি কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া সরকার বাড়িতে কুলখানিতে অংশগ্রহণ শেষে চাঁদপুর এমএ খালেক স্কুলের পাশের রাস্তা দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় ছাত্রলীগ নামধারী ২০/২৫ জন পথরোধ করে তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় দৈনিক জনকণ্ঠের কচুয়া প্রতিনিধি মোঃ আলমগীর তালুকদার ছবি তুলতে গেলে তাকে বাধা দিয়ে ক্যামেরা ভেঙ্গে ফেলে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। তাছাড়া তার সহযোগী দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার কচুয়া প্রতিনিধি বিল্লাল মাসুমকে মারধর করে মোবাইল সেট ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দুর্ব্যবহার করে। আহতরা হলো- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাদাত মিয়া, যুবলীগ নেতা মনির হোসেন, ইউপি সদস্য জহির মোল্লা, এমরান, আলমগীর পাটওয়ারী, এমরান পাটওয়ারী, আজিজ, নেয়ামত হোসেন, ছাত্রলীগ নেতা রাশেদ, সাংবাদিক বিল্লাল মাসুম ও ড্রাইভার হাসান। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিয়ার বাজার ফয়জুন্নেসা হসপিটাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন। গুরুতর আহত অবস্থায় এমরান হোসেন কুমিল্লা মেডিক্যাল কলেজ, জহির মোল্লা ও রাশেদ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় মোঃ গোলাম হোসেন উল্টো পথে তার গাড়ি নিয়ে হাজীগঞ্জ হয়ে বাড়ি ফিরে যান। অপর দিকে তার ভাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহাদাত হোসেন নলুয়া বাজার হয়ে বাড়ি যাওয়ার সময় আওয়ামী লীগ নামধারী বেশ কিছু নেতাকর্মী শাহাদাত হোসেন ও তার সঙ্গে থাকা ৬/৭ জনকে মারধর ও গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে কচুয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত শামছুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×