ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে রবীন্দ্র জয়ন্তীতে হামলা ॥ শাহবাগে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৭:৪১, ১৫ মে ২০১৭

না’গঞ্জে রবীন্দ্র জয়ন্তীতে হামলা ॥ শাহবাগে প্রতিবাদ সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে শহীদ মিনারে রবীন্দ্র জয়ন্তীতে হামলা রবীন্দ্রনাথ ও শহীদ মিনারকে হেয় করার শামিল বলে মন্তব্য করেছেন ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীরা। রবিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারায়ণগঞ্জে রবীন্দ্র জয়ন্তীতে হামলার প্রতিবাদে এক সমাবেশ থেকে তারা এ মন্তব্য করেন। তারা বলেন, একজন সংসদ সদস্যের ইশারায় এ হামলা করা হয়েছে। তাই এ ঘটনা জাতীয় সংসদের জন্যও এক প্রকার অবমাননাকর। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক শফি উদ্দিন আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসাহিদা সুলতানা রিতু, মানবাধিকারকর্মী খুুশী কবির, শিল্পী কফিল উদ্দিন, নারায়ণগঞ্জের নিহত ত্বকীর বাবা সংস্কৃতিকর্মী রাফিউর রাব্বী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি বাকী বিল্লাহ। সমাবেশে পঙ্কজ ভট্টাচার্য বলেন, এ রাষ্ট্র এখন নব্য দখলদারদের হাতে চলে গেছে। এরা দুর্বৃত্তায়িত, এরা কালো টাকার মালিক, এদের ছেলেরা অপরাধ করলে এরা লজ্জা পায় না। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আজকে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি তা বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। দুর্বৃত্তদের যেমন গডফাদার আছে তেমনি গডফাদারদেরও গডফাদার-গডমাদার থাকে। এখন তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া কোন উপায় নেই। খালেকুজ্জামান বলেন, অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন একের পর এক চলছেই। আমরা এর কোন প্রতিকার পাচ্ছি না। এসব ঘটনার অবসান করতে নাগরিক শক্তিকে জাগ্রত করতে হবে। খুশী কবির ধর্ষণ-নির্যাতন বৃদ্ধির পেছনে আইনের বাস্তবায়ন না হওয়াকে দায়ী করে বলেন, আইন করা হয়েছে কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি এসে শেষ হয়।
×