ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবিহা সুফিয়ান

চোখ বলে মনের কথা

প্রকাশিত: ০৫:৫০, ১৫ মে ২০১৭

চোখ বলে মনের কথা

এই সময়ে তরুণীরা চোখের সাজের ব্যাপারে সচেতন। ইদানীং কালো ছাড়াও গাঢ় নীল, সবুজ, হালকা নীল, গ্লসি বিভিন্ন রঙের কাজল পোশাকের সঙ্গে মিলিয়ে পরার ফ্যাশন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আইলাইনার, মাশকারা আর আইশ্যাডোর ব্যবহার তো আছেই। চোখের সাজের সময় ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব দিতে হবে চোখের আকৃতি ও রঙের ওপর। একেক চোখের সাজ হয় একেক রকম। চোখের সাজ শুরু করার আগে ভ্রƒর দিকে নজর দিন। ভ্রƒর বাড়তি চুলগুলো উঠিয়ে ফেলতে হবে। তারপর ছোট শক্ত ব্রাশ দিয়ে আঁচড়ে শেপ দিতে হবে। আইব্রো পেন্সিলের হালকা ছোট ছোট টানে ভ্রƒ দুটি গাঢ় করে নিতে পারেন। যদিও চোখের সাজ হবে চোখের শেপ অনুযায়ী, তবুও এই পদ্ধতিতে সব রকম চোখই সুন্দর দেখাবে। ভ্রƒর নিচ থেকে চোখের উপরের পাতা, অর্থাৎ আইলিড অংশটিতে আইশ্যাডোর হালকা প্রলেপ লাগান, ভাঁজ অংশটিতে লাগান গাঢ় করে এবং এটি বাইরের দিকে উঠিয়ে উঠিয়ে মিলিয়ে দিন। আইলিডের ঠিক মাঝখানটিতে ও ভ্রƒর নিচে হাইলাইটার লাগান। হাইলাইটারটি ব্রোঞ্জ কালারের হতে পারে। কালো বা রঙিন আইলাইনার দিয়ে চোখের ধার ঘেঁষে আউটলাইন আঁকুন। রেখাটি শুরু হবে চোখের ভেতরের কোণ থেকে এবং ক্রমশ মোটা হয়ে যাবে। বাইরের কোণে সামান্য উঠিয়ে দিন রেখাটিকে। চোখের নিচের পাতায় কাজল লাগান অথবা সামান্য আইশ্যাডো লাগাবেন চোখের বাইরের কোণ থেকে পাতার মাঝখান অবধি। হালকা রঙের পেন্সিলের রেখা যদি টেনে দেন নিচের পাতার ভেতর দিক দিয়ে তবে চোখটি সামান্য বড় দেখাবে। এর পর লাগান মাশকারা। প্রথমে ব্রাশটি সোজা ধরে চোখের নিচের পাতায় লাগান। স্টিকটি সোজা করে ধরবেন। এর পর উপরের পাতায় লাগান। ব্রাশটি শুইয়ে ধরবেন এবং উপর দিকে গোল গোল করে ব্রাশ ঘুরিয়ে মাশকারা লাগান। প্রয়োজনে দু-তিন কোট লাগান। সবশেষে চোখের পাপড়িগুলো পরিষ্কার ব্রাশ দিয়ে পরস্পর থেকে ছাড়িয়ে নিন। বড় চোখে আইশ্যাডো লাগানোর সময় চোখের পাতার উপরে হালকা রঙের শেড লাগিয়ে বাইরের কোণে গাঢ় শেড লাগাবেন। আইলাইনার দিয়ে খুব চিকন করে লাইন আঁকুন। একেবারে পাপড়ির ধার ঘেঁষে এবং চোখের নিচের অংশের কোলে কাজল পরে কিছুটা বাইরে টেনে দিন। এর পর ভ্রƒ ও চোখের মাঝখানে সাদা অথবা ঘিয়া কালারের শ্যাডো আলতোভাবে ছুঁয়ে দিন। চোখের নিচের ও উপরের পাতায় গাঢ় আইলাইনার লাগাতে পারেন। চোখের সাজের ক্ষেত্রে ভিন্নতা আনতে দুই রঙের আইশ্যাডো দিন। পেন্সিল লাইনার চোখের উপর-নিচ দুই পাতায় লাগানো গেলেও লিকুইড লাইনার শুধু চোখের উপরের পাতায় লাগান। আইলাইনার মোটা করে লাগাবেন না। এতে চোখকে ভারি ও ক্লান্ত দেখায়। আপনি যদি লেন্স ব্যবহার করেন, মেকআপের শুরুর আগেই তা পরে নিন। চোখের যতœ চোখের সাজের পাশাপাশি নজর দিতে হবে চোখের যতেœর দিকেও। চোখে প্রচুর পানির ঝাপটা দিন। বাইরে থেকে ফিরে ভালভাবে চোখের মেকআপ তুলুন। যাদের চোখের নিচে কালি পড়ার সমস্যা আছে তারা শশা চাক করে চোখের পাতায় ২০-২৫ মিনিট রাখুন। গোল আলুর রসও ব্যবহার করতে পারেন। এছাড়া বাজারে বিভিন্ন আইকেয়ার জেল পাওয়া যায়, তা ব্যবহার করতে পারেন। মাঝেমধ্যে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে খুব হালকাভাবে চোখ ম্যাসেজ করতে পারেন। চোখকে বিশ্রাম দিন। দৈনিক অন্তত ছয় ঘণ্টা ঘুমান এবং প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল খান। আর চোখের জন্য ভাল ব্র্যান্ডের কসমেটিকস; অর্থাৎ লাইনার, কাজল, মাশকারা ও শেড বেছে নিন। কারণ, চোখ খুব স্পর্শকাতর। আর একই কসমেটিকস খুব বেশিদিন ব্যবহার না করাই ভাল। যেভাবেই সাজান না কেন আপনার চোখটিকে, তা যেন হয় আপনার জন্য স্বস্তিকর সেদিকে খেয়াল রাখতে হবে। ইচ্ছেমতো রঙের খেলা দুচোখের বৈচিত্র খানিকটা হলেও আলাদা করতে পারবে। তবে নজরকাড়া চোখের সাজের পাশাপাশি গয়না ও চুলের সাজ নির্বাচনেও থাকতে হবে সমান সতর্কতা। হাল্কা চোখের সাজ -দিনেরবেলায় চোখের সাজ হবে হাল্কা। চোখের ভারি মেকআপ আরও গরম অনুভূতি দেয়। -চোখ হাইলাইট করতে আইপেন্সিল ও মাশকারা ব্যবহার করুন। সঙ্গে লাগাতে পারেন বেজ, হাল্কা ব্রাউন, গ্রে ইত্যাদি হাল্কা রঙের শেড। -চোখের সাজে ঔজ্জ্বল্য আনতে ওয়াটারপ্রুফ মাশকারা লাগান। -রাতের সাজে উজ্জ্বল শেড যেমন নেভি ব্লু, ডার্ক গ্রে, চকোলেট, পিচ, মেটাল পিঙ্ক, ডার্ক গ্রীন লাগাতে পারেন। কোথাও বেড়াতে গেলে কীভাবে নিজেকে তৈরি করে নেবেন এবার তাই জেনে নিন। সকালে আর বিকেলের সাজের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। তাই সাজের সুবিধার্থে সকালের সাজ ও বিকেলের সাজ আলাদা করে দেয়া হলো। সকালে সাজবেন যেভাবে -প্রথমে নজর দিন চোখের ওপর। চোখে কাজল এঁকে নিন। আইলাইনার ও মাশকারার ক্ষেত্রে ওয়াটারপ্রুফটি বেছে নেবেন। -আইশ্যাডোর ক্ষেত্রে কাছাকাছি দুটি শেড বেছে নিন। চোখের পাতার উপরের অংশে লাইট এবং চোখের পাতার মাঝের অংশে ডীপ আইশ্যাডো লাগান। বিকেলের সাজ -সন্ধ্যা বা রাতের সাজে একটু গাঢ় রঙের আইশ্যাডো লাগান। এক্ষেত্রে ন্যাচারাল কালার ব্যবহার করার আগে ব্লু ফ্রস্ট আইশ্যাডো বা পার্পল ডীপ ব্যবহার করে দেখতে পারেন। -চকোলেট ব্রাউন, বারগ্যান্ডি ডীপ গ্রে প্রভৃতি রং রাতের জন্য উপযুক্ত। -আইপেন্সিল দিয়ে চোখ এঁকে নিন। - চোখের উপরের ল্যাশ লাইন বাড়িয়ে নিন। নিচের দিকে ব্রাউন মাশকারা লাগান।
×