ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রহস্যময় প্রাণী

প্রকাশিত: ০৫:৪৪, ১৫ মে ২০১৭

রহস্যময় প্রাণী

ইন্দোনেশিয়ায় একটি সমুদ্র সৈকতের তীরে হঠাৎ করেই ভেসে উঠেছে বিশাল আকারের রহস্যময় এক প্রাণী। আর যে জায়গায় প্রাণীটিকে দেখা যায়, তার আশপাশের পানি টকটকে লাল হয়ে গেছে। এই প্রাণীর শরীর ঘণ লোমে ঢাকা। খবরে বলা হয়েছে, গত ১০ মে সেরাম দ্বীপের হুলুং সমুদ্র সৈকতের তীরে হঠাৎ বিরাট পাথরের মতো কিছু একটা পানির ওপরে ভেসে উঠে। প্রথমে এটিকে দেখে চমকে ওঠে তারা। বিশেষজ্ঞদের ধারণা, প্রাণীটি বিশালাকার স্কুইড, ডলফিন বা তিমি জাতীয়। এটি লম্বায় ১৫ মিটার, ওজন আনুমানিক ৩৫ টন। কোন কারণে এটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আর এ কারণে লাল হয়ে গিয়েছিল সমুদ্রের ওই অংশের পানি। ইন্দোনেশিয়ার প্রাণী বিজ্ঞানীরা বলেছেন এটির শরীরের ধরন দেখে মনে হচ্ছে এই জাতীয় প্রাণী প্রচ- স্রোতবহুল এলাকায় বাস করে। তবে এ নিয়ে বিস্তর গবেষণা দরকার। -জার্কাতা গ্লোবাল অবলম্বনে
×