ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭২ বছর পর ...

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ মে ২০১৭

৭২ বছর পর ...

৭২ বছর আগে লেখা এক চিঠি অবশেষে পৌঁছল প্রাপকের হাতে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এ্যালিন ও তার কন্যা মেলিসা গত সপ্তাহে সেই চিঠির সন্ধান পেয়েছেন তাদের ঘরের সিলিংয়ের ফাঁকে। তবে কিভাবে সেই চিঠি তাদের ঘরে এলো তা এখনও অবশ্য জানা যায়নি। পাওয়ার পরপরই চিঠিটি প্রাপকের কাছে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে পড়েন মেলিসা। কিন্তু এত বছর পর কোথায় পাবেন প্রাপক। তাই সার্চ ইঞ্জিন গুগলে তিনি রলফ ক্রিসটোফারসন নামে মানুষের অনুসন্ধান করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্রিসটোফারসন নামে একজনকে খুঁজেও পেলেন। তাকে জানালেন বিষয়টি। পরে নিশ্চিত হওয়া যায়- এই ক্রিসটোফারসন হলেন রলফ ক্রিসটোফারসনের পুত্র। যার বর্তমান বয়স ৬৬ বছর। আর তার বাবা রলফ ক্রিসটোফারসনের বয়স ৯৬ বছর। অবশেষে মেলিসা ছেলের কাছে হস্তান্তর করেন বাবার চিঠি। সবুজ খামে ভরা চিঠিটি আসলে লিখেছেন ভার্জিনিয়া নামে এক নারী। এটি ছিল আসলে স্বামী রলফ ক্রিসটোফারসনকে তার স্ত্রীর লেখা চিঠি। ১৯৪৫ সালে যখন ওই চিঠি লেখা হয় তখন ভার্জিনিয়ার স্বামী রলফ নরওয়ে নৌবাহিনীর নাবিক ছিলেন। চিঠিতে একই বছরের ‘মে ৪’ তারিখ লেখা আছে। চিঠির খামে মোটা দাগে লেখা- প্রাপক যদি চিঠিটা না পান, তবে যেন এটা প্রেরককে ফেরত দেয়া হয়। চিঠিটা হাতে পাওয়ার সঙ্গে-সঙ্গে ক্রিসটোফারসন ক্যালিফোর্নিয়ায় থাকা তার বাবা রলফ ক্রিসটোফারসনকে ফোন করেন। ফোনেই বাবাকে চিঠিটা পড়ে শোনান তিনি। মেলিসার বাবা এ্যালেন বলেন, চিঠির খাম পুরাতন এবং হলুদ। আমার মেয়ের জামাই যখন চিঠিটা পড়তে শুরু করল তখন অবিশ্বাস্য মনে হচ্ছিল। চিঠিতে স্ত্রী তার সম্ভাব্য সন্তানের জন্ম প্রসঙ্গেও লিখেছেন। চিঠিতে লেখা, ‘আমি তোমাকে ভালবাসি রলফ, যেমনটা আমি উষ্ণ সূর্যকে ভালবাসি। আমার জীবনের জন্য তুমি সেই সূর্য, যাকে ঘিরে আমার বাকি সবকিছু আবর্তিত হয়।’ বৃদ্ধ রলফ ক্রিসটোফারসন চিঠি পড়ে বলেন, ‘এত বছর পর... আমি সত্যিই বিস্মিত। Ñসিএনএন অবলম্বনে
×