ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্লাস্টিকের জিন্স প্যান্ট!

প্রকাশিত: ০৫:৪০, ১৫ মে ২০১৭

প্লাস্টিকের জিন্স প্যান্ট!

ব্রিটিশ ফ্যাশন জায়ান্ট ‘টপশপ’ বরাবরই ক্রেতাদের নিত্যনতুন ফ্যাশন সামগ্রী উপহার দিয়ে থাকে। তবে কোম্পানিটির এবারের আইডিয়া সত্যিই চমকপ্রদ। এবার শতভাগ প্লাস্টিক দিয়ে স্বচ্ছ জিন্স প্যান্ট বাজারে ছেড়ে ফ্যাশন দুনিয়ায় নয়া আলোচনার জন্ম দিয়েছে টপশপ। এসব প্যান্ট অনলাইনের পাশাপাশি তাদের আউটলেটে তোলার পরপরই স্টক শেষ হয়ে গেছে। প্রতিটি প্যান্ট পাক্কা একশ পাউন্ড দিয়ে কিনে এটি পরে রাস্তায় ঘুরেছে অনেক ব্রিটিশ। এই প্যান্ট পরে রাস্তায় বের হওয়ার পর প্রথমে অনেকে ফান মনে করেছিল। অনেকে বলেছিল, হয়ত প্লাস্টিকের কাগজ কেটে শখের বশে এই প্যান্ট বানানো হয়েছে। তবে পরক্ষণেই তাদের ভুল ভেঙ্গেছে। এই প্যান্টের খবর অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর এই ধারণার পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য এসেছে। অনেকে বলেছে প্যান্ট কেন একেবারে স্বচ্ছ হবে? অনেকে বলেছেন, প্যান্টের পর কি একই কায়দায় আন্ডারগার্মেন্টও তৈরি করা হবে?.... এই ধারণাটি ভাল হয়নি। অনেকে বলেছেন, টপশপ এমন এক প্যান্ট তৈরি করেছে যেটির রং চটবে না। টুইটারে অপর একজন লিখেছে, টপশপ কর্তৃপক্ষের ব্যবসা গুটিয়ে চলে যাওয়া উচিত। কারণ কোম্পানির লোকজর পাগল হয়ে গেছে। অপর একজন লিখেছে এই কোম্পানি বেশি বাড়াবাড়ি করছে। তবে এই প্যান্টের পক্ষে-বিপক্ষে চলা সমালোচনায় কান দেয়নি টপশপ কর্তৃপক্ষ। তারা বলেছে, আমরা একটি নয়া ফ্যাশন বাজারে ছেড়েছি। বিক্রিও হচ্ছে বেশ। তাদের ধারণা লাভের টাকা তোলা গেলেই হলো। -দ্য সান অবলম্বনে
×