ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালী রাম কৃষ্ণ ও দেব- দেবীর চিত্রে কালো টেপ

চট্টগ্রামে রাতের আঁধারে শিব মন্দিরে হামলা মূর্তি ভাংচুর

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ মে ২০১৭

চট্টগ্রামে রাতের আঁধারে  শিব মন্দিরে হামলা মূর্তি ভাংচুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকায় একটি শিব মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোন এক সময় ভাঙ্গা হয়েছে এ মন্দিরের দুটি মূর্তি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে এবং মন্দিরে ভাংচুরকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আগ্রাবাদ গোসাইলডাঙ্গা বি নাগ লেনে অজিত শীলের বাড়িতে শিব মন্দিরে শনিবার মধ্যরাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। মন্দিরটিতে সনাতন ধর্মাবলম্বী স্থানীয়রা পূূূূূূূূূূূজা করতেন। শনিবার রাত ১০টায় মন্দিরের মূল দরজা বন্ধ করা হয়। সকালে দেখা যায়, বারান্দায় রাখা দুটি মূর্তি ভেঙ্গে পড়ে আছে। এরমধ্যে ‘কালভৈরব’ নামের সাত ফুট দীর্ঘ মূর্তিটি প্রায় সম্পূর্ণ ভাঙ্গা। ‘নন্দীকেশর’ নামের অপর মূর্তি পাওয়া যায় আংশিক ভাঙ্গা অবস্থায়। শুধু তাই নয়, হামলাকারীরা কালী, রাম, কৃষ্ণ এবং বিভিন্ন দেব-দেবীর চিত্রে কালো ট্যাপ লাগিয়ে দেয়। ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রবিবার সকাল দশটার দিকে তারা এর প্রতিবাদে সড়কে অবস্থান নেয়। ফলে যান চলাচলে বিঘœ ঘটে। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল এ বিষয়ে সাংবাদিকদের জানান, পুলিশ এ অভিযোগ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভির ভিডিও ফুটেজগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করতে বিশেষজ্ঞ টিম আসছে। মন্দিরে হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×