ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকার বর্ষসেরা ডি কক

প্রকাশিত: ০৫:৩০, ১৫ মে ২০১৭

দ. আফ্রিকার বর্ষসেরা ডি কক

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এ্যাওয়ার্ড নাইটে আরও চারটি বিভাগের মেডেল পকেটে পুরেছেন ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার। পাশাাপাশি সমর্থক ও খেলোয়াড়দের ভোটেও তিনি সেরা নির্বাচিত হয়ে সকলকে চমকে দিয়েছেন। ২০১৪ ও ২০১৫ সালে টানা দুই বছর দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন বড় তারকা এবি ডি ভিলিয়ার্স। এবার (২০১৬) রঙিন পোশাকের অধিনায়ককে পেছনে ফেলে দিয়েছেন ২৪ বছর বয়সী ডি কক। প্রথমবারের মতো জিতলেন বর্ষসেরার পুরস্কার। সিএসএ’র বর্ষসেরা পুরস্কারের রাতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি’ককই ছিলেন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে। গত বছর দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজ জয়ে তার অবদান অনেক। ২০১৬ সালে আটটি টেস্ট খেলে ৬৩.১৮ গড়ে ডি কক করেছেন ৬৯৫ রান। সেঞ্চুরি ২টি।
×