ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০তে ডাবল সেঞ্চুরি!

প্রকাশিত: ০৫:২৯, ১৫ মে ২০১৭

টি২০তে ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৩ টি২০ ফরমেটের আইপিএলে ক্রিস গেইল যখন অপরাজিত ১৭৫ রান করেন। অনেকেই তখন অবাক হয়েছিলেন। বলেছিলেন এটাও কি সম্ভব? এবার ২০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন রুদ্র ধান্ধে। ভারতের মুম্বাই ইউনিভার্সিটি আয়োজিত ইন্টারকলেজ ক্রিকেটে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনাটি। ৬৭ বলে ২০০ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন রিজভি কলেজের এই ব্যাটসম্যান। ১৯ বছরের রুদ্র ডাবল সেঞ্চুরি করতে হাঁকিয়েছেন ২১টি চার ও ১৫টি ছক্কা। সেঞ্চুরি পূর্ণ করেন ৩৯ বলে। পরের ১০০ আসে ২৮ বলে। মুম্বাই আন্তঃকলেজ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে রিজভি কলেজের হয়ে খেলেন রুদ্র। রুদ্রর অপরাজিত ২০০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে রেকর্ড ৩২২ রান পাহড়সম স্কোর গড়ে তার দল। জবাবে প্রতিপক্ষ ডালমিয়া কলেজ ১০.২ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায়। তাতে ২৪৭ রানের বড় জয় পায় রিজভি কলেজ।
×