ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিতে ঢাকা জেলা ও সেনাবাহিনী

প্রকাশিত: ০৫:২৯, ১৫ মে ২০১৭

সেমিতে ঢাকা জেলা ও সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় হকির সেমিফাইনালে নাম লিখিয়েছে ঢাকা জেলা ও বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ঢাকা জেলা ১৬-০ গোলে ময়মনসিংহ জেলাকে ও সেনাবাহিনী টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে বিকেএসপিকে। এই ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। ঢাকার বিশাল জয়ে চারটি গোল করেন মাকসুদ আলম হাবুল, তিন গোল করেন মাহবুব হোসেন, দুই গোল করেন রায়হান উদ্দিন। একটি করে গোল করেন রুবেল, সিহাব, ইকবাল, আফসার, রাব্বি সালেহীন, ইমতিয়াজ ও রাকিন। আরেক ম্যাচে বিকেএসপি ও সেনাবাহিনীর মধ্যে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকার পর ৫টি করে শূটআউটের মধ্যে দু’দলই তিনটি করে গোল করে। ফলে আবারও ৬-৬ গোলে সমান থাকায় সাডেন ডেথে সেনাবাহিনী গোল করে দলকে এগিয়ে নেয়। বিকেএসপি মিস করলে সেনাবাহিনী ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথম ৫ শূটআউটে সেনাবাহিনীর সাব্বির, রোকনুজ্জামান ও পুস্কর ক্ষিসা গোল করেন। মিস করেন শফিকুল ইসলাম ও মিলন হোসেন। বিকেএসপির পক্ষে গোল করেন আরশাদ, রাজু আহমেদ তপু ও সোহানুর রহমান। মিস করেন নাহিয়ান শুভ ও শফিউল শিশির। সাডেন ডেথে সেনাবাহিনীর সাব্বির রানা গোল করেন। বিকেএসপির রাজু আহমেদ মিস করেন। নির্ধারিত সময়ে সেনাবাহিনীর হাসান যুবায়ের ২টি ও মিলন একটি গোল করেন। বিকেএসপির আরশাদ, খলিলুর ও রকিবুল একটি করে গোল করেন।
×