ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোকোভিচকে হারিয়ে মাদ্রিদের ফাইনালে নাদাল

প্রকাশিত: ০৫:২৯, ১৫ মে ২০১৭

জোকোভিচকে হারিয়ে মাদ্রিদের ফাইনালে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ তিনি ক্লে কোর্টের সম্রাট। সেটা বারেবারেই প্রমাণ হয়েছে। তবে গত দুই বছর কোন টুর্নামেন্টেই সাবেক এ বিশ্বসেরাকে ভাল ফলাফল নিয়ে বের হতে দেখা যায়নি। কারণটা ইনজুরি। কিন্তু এ বছর দুর্দান্তভাবে ফিরেছেন। ইতোমধ্যেই ক্লে কোর্টের আসর মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন। এবার মাদ্রিদ ওপেনও জেতার কাছাকাছি চলে গেলেন। বিশ্বের দুই নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচকে সরাসরি ৬-২, ৬-৪ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন নাদাল। বছরের শুরুতেই নিজের দুর্দান্তভাবে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন নাদাল। এ স্প্যানিশ তারকা ফাইনালে উঠলেও পুরনো প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে হেরে যান। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের মহানায়ক নাদাল এবারও অন্যতম ফেবারিট হিসেবেই নামবেন। সেটা ক্লে কোর্ট মৌসুম শুরুর পর থেকে তার পারফর্মেন্স দেখেই স্পষ্ট হয়ে গেছে। তাছাড়া বছরের প্রথম গ্র্যান্ডসøামের ফাইনালে ওঠার পর নিজেকে আবার পুরনোরূপে ফিরিয়ে আনছেন সেটাও পরিষ্কার হয়ে গেছে। অবশ্য ২০১৪ সালে সর্বশেষ ক্লে কোর্ট ইভেন্ট ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। মন্টি কার্লো মাস্টার্সের পর এবার মাদ্রিদে শিরোপা জেতার কাছ থেকে মাত্র এক ধাপ দূরে এখন তিনি। সেমিফাইনালের লড়াইয়ে জোকোভিচকে কোন সুযোগই দেননি ক্লে কোর্টের রাজা। সবাই ধারণা করেছিলেন তীব্র লড়াইয়ের। কিন্তু একতরফা ম্যাচে সরাসরি সেটে জয় তুলে নেন নাদাল। জয়ের পর বলেন, ‘দারুণ ফলাফল। এমন একটি স্কোর নিয়ে জোকোভিচের বিরুদ্ধে জেতার জন্য অবশ্যই অনেক ভাল খেলতে হবে। এছাড়া এটা অসম্ভব। খুবই জরুরী ম্যাচ ছিল এটি আমার জন্য। টানা তার কাছে আমি অনেকগুলো ম্যাচে হেরেছিলাম।’ এবার শিরোপা লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ ডোমিনিক থিয়েম। এ অস্ট্রিয়ান সেমিতে প্যাট্রিক কুয়েভাসকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দেন। টানা দ্বিতীয়বার ফাইনালে নাদালকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন থিয়েম। দুই সপ্তাহ আগে বার্সিলোনা ওপেনের ফাইনালে নাদাল তাকে ৬-৪, ৬-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছিলেন। সবমিলিয়ে চলতি ক্লে কোর্ট মৌসুমে অপ্রতিরোধ্য নাদাল ১৪ ম্যাচের একটিতেও হারেননি। মাদ্রিদেও তার বিরুদ্ধে জেতাটা বেশ কঠিন হবে থিয়েমের। এ টুর্নামেন্টের পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যেই নামবেন নাদাল।
×