ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমপক্ষে ৪৮ লাখ টাকা পাবেন মাশরাফিরা

প্রকাশিত: ০৫:২৯, ১৫ মে ২০১৭

কমপক্ষে ৪৮ লাখ টাকা পাবেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এ মুহূর্তে আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ খেলছে। এ সিরিজটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক সিরিজ। সিরিজটি শেষে ১ জুন শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইংল্যান্ড যাবে মাশরাফিবাহিনী। এ টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে কমপক্ষে ৪৮ লাখ টাকা পাবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে প্রথম ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এরপর ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা। ১৯ মে আবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে। ২৪ মে সিরিজের শেষ ম্যাচে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। তিনজাতি সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ২৫ মে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১ জুন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে মাশরাফিবাহিনী। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করবে। এরআগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে যথাক্রমে ২৭ ও ৩০ মে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে মূল আসরে লড়াই করে ৫ জুন অস্ট্রেলিয়া ও ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফিরা। এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশ দল কোন ম্যাচে নাও জিতে পয়েন্ট তালিকায় গ্রুপপর্বের সর্বশেষ দলটিও হয়; তাহলেও প্রাইজমানি হিসেবে ৬০ হাজার মার্কিন ডলার বা ৮০ টাকা দরে ৪৮ লাখ টাকা পাবে। আর যদি পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকে তাহলে প্রাইজমানি আরও বাড়বে। তখন ৯০ হাজার মার্কিন ডলার বা ৭২ লাখ টাকা পাবে। আর যদি পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয়, তাহলে মিলবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৩ কোটি ৬০ লাখ টাকা। দুই ফাইনালিস্ট দলের মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ মার্কিন ডলার বা ১৭ কোটি ৬০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১১ লাখ মার্কিন ডলার বা ৮ কোটি ৮০ লাখ টাকা। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ৫ লাখ মার্কিন ডলার প্রাইজমানি বেড়েছে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বেড়েছে ২ লাখ মার্কিন ডলার। ১ জুন শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার টুর্নামেন্টের অষ্টম আসর অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে’ও রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছি। অভিজ্ঞ ও তরুণ মিলিয়ে একটি দল গঠন করা হয়েছে। আমরা সম্প্রতি ভাল ক্রিকেট খেলেছি। আমরা জানি অন্য আইসিসি টুর্নামেন্টের চেয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিযোগিতা অনেক কঠিন হয়। সেরা আটটি দল খেলে। মাঠে ভাল খেলা দেখাতে চাই।’
×