ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে শেষ চারে পুনে

প্রকাশিত: ০৫:২৯, ১৫ মে ২০১৭

পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে শেষ চারে পুনে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। স্টিভেন স্মিথের দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ১৫.৫ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয় গ্লেন ম্যাক্সওয়েলের পাঞ্জাব। জবাবে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পুনে। রাহুল ত্রিপাঠি ২৮ রান করে আউট হলেও অজিঙ্কা রাহানে ৩৪ ও স্মিথ ১৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এর মধ্য দিয়ে ‘কোয়ালিফাইং’ রাউন্ডের লাইনআপ চূড়ান্ত হয়ে গেল। পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, পুনে, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইটরাইডার্স। মঙ্গলবার ‘কোয়ালিফায়ার-১’এ মুখোমুখি হবে মুম্বাই ও পুনে। বুধবার ‘এলিমিনেটরে’ কলকাতার প্রতিপক্ষ ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন হায়দরাবাদ। টুর্নামেন্টের ফরমেট অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ‘কোয়ালিফায়ার-১’ মুখোমুখি হবে। এখানে জয় পাওয়া দল সরাসরি ফাইনালের টিকেট নিশ্চিত করবে। আর হেরে যাওয়া দলের সামনে আরও একটি সুযোগ থাকবে। শুক্রবার ‘কোয়ালিফায়ার-২’এ তারা খেলবে ‘এলিমিনেটরের’ বিজয়ী দলের বিপক্ষে। কালকের পুনে-পাঞ্জাব ম্যাচটা ছিল দুই দলের জন্যই বাঁচামরার লড়াই। যারা জিতবে তারা প্লে-অফে উঠবে। যারা হারবে তারা বিদায় নেবে। আর এমন সমীকরণে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব আগে ব্যাট করতে নেমে অলআউট মাত্র ৭৩ রানে। যেটি কিনা আইপিএল ইতিহাসেই দলটির নিজেদের সর্বনিম্ন স্কোর। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম বলেই মার্টিন গাপটিলকে (০) ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পেসার জয়দেব উনাদকড়। নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাব অর্ধশত রানের আগেই অর্ধেক ব্যাটসম্যান খুইয়ে বসে। উনাদকড়, শারদুল ঠাকুর, ড্যানিয়েল ক্রিস্টিয়ানদের পেস আর এ্যাডাম জাম্পার স্পিন আক্রমণে দিশেহারা পাঞ্জাব ১৫.৫ ওভারেই ৭৩ রানে গুটিয়ে যায়। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল চারজন। সর্বোচ্চ ২২ রান সাত নম্বরে নামা অক্ষর প্যাটেলের। ঋদ্ধিমান সাহা দ্বিতীয় সর্বোচ্চ ১৩। ১৯ রানে ৩ উইকেট নিয়ে পুনের সেরা বোলার শারদুল। উনাদকড়, ক্রিস্টিয়ান ও জাম্পার শিকার ২টি করে। বাজেভাবে টুর্নামেন্ট শুরুর পর দুটি দলই শেষ দিকে ভাল করে শেষ চারের লড়াই জমিয়ে তুলেছিল। পাঞ্জাবকে বিদায় করে যেখানে স্বস্তির হাসিটা স্মিথ-মহেন্দ্র সিং ধোনিদের।
×