ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা ছাড়ার হুমকি নেইমারের

প্রকাশিত: ০৫:২৮, ১৫ মে ২০১৭

বার্সিলোনা ছাড়ার হুমকি নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে নিয়ে শঙ্কা কাটছেই না বার্সিলোনার। গুঞ্জন আছে ব্রাজিলিয়ান তারকা পাড়ি জমাতে পারেন ইংলিশ প্রিমিয়ার লীগে। এমন অবস্থার মধ্যে নেইমার নিজেই এবার ন্যুক্যাম্প ছাড়ার হুঙ্কার দিয়েছেন। পরে অবশ্য জানা গেছে, বার্সা ছেড়ে কোথাও যাবেন না তারকা এই ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষেই বিদায় নেবেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। এই শূন্যস্থান পূরণে নিজেদের সহকারী কোচ জুয়ান কার্লোস উনজুইয়ের দিকেই দৃষ্টি রেখেছে কাতালানরা। একটাই কারণ সাবেক সেভিয়া গোলকিপারের ডিএনএতে টিকিটাকা ফুটবলের রসদ আছে। কিন্তু নেইমারের হুমকির পর কার্যত কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে পড়লেন উনজুই। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। নেইমারকে উদ্দীপ্ত করার জন্য রোনাল্ডিনহোর প্রসঙ্গ টানেন ৫০ বছর বয়সী উনজুই। তিনি বলেছিলেন, রোনাল্ডিনহো ফুটবলের একজন বিরল প্রতিভা। কিন্তু তিনি ক্যারিয়ারের শেষদিকে নিজের সবটুকু দিয়ে বার্সাকে সাহায্য করেননি। এখন যে অবস্থা তাতে নেইমারেরও এমন হতে পারে। এই কথাটা হজম করতে পারেননি নেইমার। তাইতো ক্রোধের সুরে নেইমার বলেন, উনি (উনজুই) যদি ক্লাবে থাকেন তাহলে আমি ক্লাব ছাড়ব। এমন অবস্থার পর অবশ্য নড়েচড়ে বসেন বার্সার কর্মকর্তারা। নেইমারকে বোঝান তারা। এরপরই রাগ কমেছে তার। গুঞ্জন আছে নেইমারকে দলে টানতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও পিএসজি। সঙ্গে যোগ হয় উনজুইয়ের সঙ্গে লাগালাগি। তবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করা বার্সিলোনার এই তারকা জানিয়ে দিলেন, কোথাও যাচ্ছেন না তিনি। নেইমার বলেন, আমি এখানেই (ন্যুক্যাম্প) থাকতে চাই। করণ এখানেই চুক্তি নবায়ন করেছি। এখানে ক্লাবের জন্য যা করেছি সবকিছু নিয়ে আমি খুশি। আমি আমার সতীর্থদের নিয়ে খুশি। আমি স্বাচ্ছন্দ্যে আছি। এদিকে বার্সিলোনার সঙ্গে লিওনেল মেসির নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে কয়েক মাস ধরে নানা রটনা রটলেও তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। এ কারণে নেইমার জানিয়েছেন, দেরি না করে ক্লাব কর্তৃপক্ষের এখনই এ বিষয়ে কাজ শুরু করা উচিত। কাতালান ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালে। সম্প্রতি এক খবরে জানা গেছে, মৌসুম প্রতি তিন থেকে সাড়ে তিন কোটি ইউরোর মধ্যে একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্লাবটির সহ-সভাপতি জর্র্ডি মেস্ট্রে অবশ্য খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আর্জেন্টিনার অধিনায়ক নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ক্লাবের কর্মকর্তাদের চুক্তির বিষয়টা দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখানে চার বছর ধরে লিওর সঙ্গে আছি। আমি প্রতিদিনই শিখছি, কিভাবে শট নিতে হয়, ম্যাচ চলার সময় কিভাবে সতর্ক থাকতে হয়। মেসি অন্য গ্রহের। সে একজন আদর্শ ও একজন বন্ধু যার সঙ্গে প্রতিদিন অনুশীলন করার সৌভাগ্য আমার হয়েছে। আশাকরি, সে চুক্তি নবায়ন করবে এবং বার্সার মানুষ এ বিষয়ে কাজ শুরু করবে যেন লিও এখানে খেলে যেতে পারে।
×