ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকি-দিশার রাইফেলে স্বর্ণপদক বাংলাদেশের

প্রকাশিত: ০৫:২৮, ১৫ মে ২০১৭

বাকি-দিশার রাইফেলে স্বর্ণপদক বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশকে গৌরবে ভাসালেন দুই শূটার আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা। আজারবাইজানের বাকুতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে এই দুই শূটারের কৃতিত্বে কাক্সিক্ষত স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের দেশ। রবিবার শূটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন বাকি-আতকিয়া জুটি। ইসলামিক গেমসে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে শনিবার গেমসে রৌপ্যপদক জয় করে বাংলাদেশ। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হন রাব্বি হাসান মুন্না। কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জয়ী বাকি আগের দিন ব্যর্থ হয়েছিলেন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে। ওই ইভেন্টে তিনি হয়েছিলেন পঞ্চম। কিন্তু একদিনের ব্যবধানে সেই হতাশা ভুলিয়ে দিয়েছেন দারুণ সাফল্য পেয়ে। বাকি ও আতকিয়া জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ইরানের নাজমেহ খেদমতি ও নূরজিয়ান পোরিয়া জুটিকে। প্রথম তিনটি শটে বাংলাদেশের দুই শূটার যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। পরের শটে অবশ্য ইরানি জুটি তুলে নেন ২১ পয়েন্ট। এরপর আবারও টানা দুটি শটে বাকি-আতকিয়া জুটি ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে ছিনিয়ে নেন স্বর্ণপদক। এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছে তুরস্ক। এটি শূটিংয়ের নতুন ইভেন্ট। চলতি বছরের শুরুতে দিল্লীতে শূটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়। বাকু থেকে এই ইভেন্টেই এলো বাংলাদেশের চোখ ধাঁধানো সাফল্য। দারুণ পারফর্মেন্স প্রদর্শন করে স্বর্ণপদক জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবদুল্লাহ হেল বাকি ও আতকিয়া হাসান দিশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বাকি বলেন, ‘শুকরিয়া আল্লাহর কাছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ’। তাদের সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। একবার্তায় অলিম্পিক এ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। শনিবার শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ) ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের রাব্বি হাসান মুন্না ২৪৫.৫ স্কোর করে রৌপ্যপদক অর্জন করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জেতেন তুরস্কের ওমর আকগুনে। তার স্কোর ২৪৯.৮। ব্রোঞ্জপদক পান উজবেকিস্তানের সাইফুদ্দিনভ। তার স্কোর ২২৪.১। আসরের ২১টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ যে ৮টি ইভেন্টে অংশ নিচ্ছে তার মধ্যে শূটিংকে ঘিরেই পদকের আশা সবচেয়ে বেশি। রাব্বী রৌপ্য এবং বাকি ও আতকিয়া স্বর্ণপদক জিতে সেই আশারই প্রতিদান দিলেন। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৩ সালে দুটি পদক জয়। মুসলিম দেশগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই গেমসের প্রথম আসর বসেছিল ২০০৫ সালে। সৌদি আরবে অনুষ্ঠিত সেই আসরে চারটি ইভেন্টে অংশ নিয়ে খালি হাতে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১০ সালে দ্বিতীয় সলিডারিটি গেমসটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসর থেকে দুটি পদক জেতে বাংলাদেশ। আরচারিতে রৌপ্য ও তায়কোয়ানদোতে ব্রোঞ্জপদক। এবার এখন পর্যন্ত রৌপ্য ও স্বর্ণজয়ী বাংলাদেশের গেমসের ইতিহাসে সেরা সাফল্য নিশ্চিত হয়েছে। ১১ দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞে বিশ্বের ৫৪ মুসলিম দেশ ২১ খেলার ২৪টি ইভেন্টে লড়ছে। যার মধ্যে বাংলাদেশ ৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে।
×