ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে পাচারের ১৫ দিন পর নববধূ উদ্ধার

প্রকাশিত: ০৫:২৬, ১৫ মে ২০১৭

ভারতে পাচারের ১৫ দিন পর নববধূ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ মে ॥ এক নববধূকে স্বামীর সহযোগিতায় ভারতে পাচার করার ১৫ দিন পর র‌্যাব-৮-এর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে যশোরের শার্শা থানার বড় আঁচড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে র‌্যাব। র‌্যাব-৮, এর অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন জানান, দেড়মাস আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক তরুণীর বিয়ে হয় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রইস ম-লের সঙ্গে। এরপর স্বামী রইস ম-ল স্ত্রীকে মানবপাচারকারীচক্রের কাছে দুই লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। পাচারকারীরা তাকে ভারতে পাচার করে দেয়ার বিষয়টি বুঝতে পেরে ২৮ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে নগরকান্দা থানায় সাধারণ ডায়রি করেন এবং এ বিষয়ে তারা র‌্যাবের সহযোগিতা চান। তিনি জানান, ভারতে পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গৌরীপুর বাজার থেকে রইস ম-লকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেয়া তথ্য মতে, ভারতে পাচারকারীদের সঙ্গে কৌশলে যোগাযোগ করে ওই নারীকে দেশে ফিরিয়ে এনে রবিবার সকালে যশোরের শার্শা থানার বড় আঁচড়া গ্রাম থেকে উদ্ধার করে। এ সময় র‌্যাব মানবপাচার চক্রের মূল হোতা নড়াইল জেলার নড়াগাতি থানার মাউলি গ্রামের কৃষ্ণপদ দাস ও তার সহযোগী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের বাবু সানাপকে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে।
×