ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে বর্জ্যে খালের পানি দূষিত

প্রকাশিত: ০৫:২৫, ১৫ মে ২০১৭

চাঁপাইয়ে বর্জ্যে খালের পানি দূষিত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রাকৃতিক খাল দূষণের কবলে পড়েছে। শিল্পনগরী আতাহার থেকে সৃষ্ট নালা পাঁচটি ওয়ার্ড অতিক্রম করে চাঁপাইনবাবগঞ্জ - রাজশাহী মহাসড়ক ধরে হরিপুরের কাছে কালিতলা বিলে এসে পড়েছে। দৈর্ঘ্যে প্রায় ১২ কিলোমিটার ও প্রস্থ ১৭ থেকে ১৮ ফুটের কাছাকাছি। খুবই গভীর এই খালটি। বর্তমানে এই খালটি দূষণের কবলে পড়ায় জনসাধারণসহ জীব বৈচিত্র্যে আঘাত হেনেছে। প্রাথমিকভাবে বড় বড় অটো রাইস মিলের বর্জ্য,ে ময়লা ও তুষ যথেচ্ছভাবে এই খালের পানিতে ফেলার কারণে মাছসহ সব ধরনের জলজ প্রাণী সম্পদ মারা যাচ্ছে। পাশাপাশি খালের বিভিন্ন স্থানে বাধ দেয়া হয়েছে। যার সংখ্যা দুই ডজনের কাছাকাছি। আবার উপশহর এলাকার অতি গুরুত্ত্বপূর্ণ এলাকা মহাডাঙ্গা পেরিয়ে শিয়ালা অঞ্চলের পেছনে বিদিরপুর অঞ্চলে খালের বুকে মাটি ঢেলে সমতল করে হাউজিংয়ের প্লট বানিয়ে বিক্রি করেছে প্রভাবশালীরা। ফলে পানি প্রবাহ অনেক স্থানে থেমে যাবার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সেচ কাজে এই খালের পানি ব্যবহার করতে পারছেনা। আবার অনেক স্থানে বাধা দেয়া হচ্ছে সেচ কাজে। বিশেষ করে এই খালের বা ক্যানেলের একটি বিরাট অংশ কল্যাণপুর হর্টিকালচার লাক্ষা গবেষণা কেন্দ্র ও কৃষি গবেষণা উপকেন্দ্র (বীনা) পাশ দিয়ে বয়ে গেছে। বিশেষ করে লাক্ষা গবেষণা ও হর্টিকালচার ও কৃষি গবেষণা উপকেন্দ্রের উপর দিয়ে বয়ে যাওয়া খাড়ি বা ক্যানেলের পানি পচে দুর্গন্ধ বের হচ্ছে। লাক্ষা গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, প্রবাহিত খাড়ির পানি পচে যাবার কারণে কোন কাজে আসছেনা। তাদের সেচ কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি হর্টিকালচার ও বীনা কর্তৃপক্ষও এই পানি কোন কাজে ব্যবহার করতে পারছেনা।
×