ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ঝুঁকিপূর্ণ পুলে যান চলাচল ॥ দুর্ঘটনার শঙ্কা

প্রকাশিত: ০৫:২৩, ১৫ মে ২০১৭

না’গঞ্জে ঝুঁকিপূর্ণ  পুলে যান চলাচল ॥ দুর্ঘটনার শঙ্কা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের মিজমিজি টি.সি. (মিজমিজি-ভূঁইঘর) রোডের আব্দুল আলী পুলটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পুলটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও শত শত পথচারী আসা-যাওয়া করছে। পুলটির দু’পাশের রেলিং নেই। বহু আগেই রেলিং ভেঙ্গে পড়েছে। পুলটি ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্ট তৈরি হওয়ার পর ১৯৬৫ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড এলাকায় মিজমিজি টি.সি. রোডের (মিজমিজি-ভূঁইঘর) ডিএনডির নিষ্কাশন খালের ওপর আব্দুল আলী পুলটি নির্মিত হয়। পুলটি নির্মাণের পর ৫২ বছরেও কোন সংস্কার কাজ করা হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন। বর্তমানে পুলটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতোমধ্যে পুলটির দু’পাশের রেলিং ভেঙ্গে গেছে। এখন ব্রিজটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আব্দুল আলী পুল এলাকার বাসিন্দা লুৎফর রহমান জানায়, এ পুলটি খুবই ঝুঁকিপূর্ণ। শীঘ্রই পুলটি ভেঙ্গে নতুন পুল নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন জানায়, পুলটি পুনর্নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।
×