ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে সুখী দম্পতি মেলায় ভিড়

প্রকাশিত: ০৫:২২, ১৫ মে ২০১৭

শরীয়তপুরে সুখী দম্পতি মেলায় ভিড়

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ মে ॥ ‘সুখী দম্পতি মেলা’ শুনতে নতুন হলেও দেশে প্রথমবারের মতো দম্পতিদের নিয়ে রবিবার দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয় শরীয়তপুরে। পারিবারিক কলহ দূর করে সুখী দাম্পত্য জীবনকে উৎসাহিত করতেই শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করেছে জেলা পুলিশের উইমেন্স এ্যান্ড চাইল্ড সাপোর্ট সেন্টার। নানান আয়োজনে দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে জেলার তিন হাজারেরও অধিক পরিবার। দম্পতি মেলায় অংশ নিতে সকাল থেকেই জেলা পুলিশ লাইনস মাঠে জড়ো হতে থাকে হাজার হাজার সুখী দম্পতি। মেলায় বিভিন্ন ধরনের বিনোদনের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপখেলা, বানরের খেলা, রাধা চক্কর, জাদু প্রদর্শন ও বাউলগানের আসর মাতিয়ে রাখে মেলা প্রাঙ্গণ। এ ধরনের আয়োজন পারিবারিক কলহ দূর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। এর আগে সকাল ১০টায় দাম্পত্য মেলার উদ্বোধন করেন বিএম মোজাম্মেল হক এমপি। বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সুখী দম্পতিদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। পারিবারকি কলহ দূর করে সবাইকে সুখী পরিবার হতে আগ্রহী করতে সুখী দম্পতির খোঁজে-২০১৭-এর জন্য আবেদন নেয়া হয় ১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। মোট তিনটি ক্যাটাগরির আবেদন থেকে ৪৭ জনকে দেয়া হয় চূড়ান্ত পর্বের মনোনয়ন। এ মেলায় মোট তিনটি ক্যাটাগরিতে জেলার বিভিন্ন স্থান থেকে অংশ নেয়া ২০টি সুখী পরিবারকে বিশেষ পুলিশ সুপার সম্মাননা ও বিভিন্ন পুরস্কার দেয়া হয়। এছাড়া আরও ২৭টি সুখী পরিবারকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
×