ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও সাইবার হামলার আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত: ০৫:১৯, ১৫ মে ২০১৭

আরও সাইবার হামলার আশঙ্কা  বিশেষজ্ঞদের

শুক্রবার থেকে শুরু হওয়া সাইবার হামলা ঠেকানো গেলেও অদূর ভবিষ্যতে আরও মারাত্মক পরিস্থিতির আশঙ্কা করছেনসাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের এক সাইবার নিরাপত্তা গবেষকের তৎপরতায় ‘অনাকাক্সিক্ষতভাবে’ এবারের বিশ্বব্যাপী র?্যানসমওয়্যার হামলা (সাইবার হামলা) আটকানো সম্ভব হয়। এবারের সাইবার হামলায় কয়েকশ’ প্রতিষ্ঠানের দুই লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। খবর বিবিসির। ‘ম্যালওয়্যারটেক’ ছদ্মনামের ওই ব্রিটিশ গবেষকের আশঙ্কা, ‘আমরা এবারের হামলা তো আটকে দিয়েছি। তবে আরও একটি হামলা অচিরেই আসতে যাচ্ছে। আর তা হয়তো আমরা আটকে দিতে পারব না।’ ওই গবেষকের তৎপরতায় র?্যানসমওয়্যার হামলার বিস্তৃতি আটকানো সম্ভব হলেও যেসব কম্পিউটার ও নেটওয়ার্ক ভাইরাসে আক্রান্ত হয়েছে, তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘সাইবার হামলায় রয়েছে প্রচুর অর্থের হাতছানি, তাদের এখানে থেমে যাওয়ার কোন কারণ নেই। কোড পরিবর্তন করে আবার হামলা চালাতে তাদের খুব বেশি কষ্ট করতে হবে না।’ ‘ম্যালওয়্যারটেক’ এক সপ্তাহের ছুটিতে ছিলেন। কিন্তু বিশ্বব্যাপী সাইবার হামলার কথা শোনার পর তিনি অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। তিনি ভাইরাসটির কোড পরিবর্তন করে এটির ছড়িয়ে পড়া আটকে দেন। ২২ বছর বয়সী ওই গবেষক দেখতে পান কোন কম্পিউটার ‘ওয়ানাক্রাই’ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই ওই কম্পিউটারটি একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ওই ওয়েব ঠিকানা বা ডোমেইনটি রেজিস্টার্ডই করা হয়নি। ‘ম্যালওয়্যারটেক’ ওই ডোমেইনটি ৮ পাউন্ডে কিনে নেন। এরপর তিনি ওই ওয়েব ঠিকানায় গিয়ে দেখতে পান কি বিশাল পরিসরে কম্পিউটার আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়েই তিনি ‘অনাকাক্সিক্ষতভাবে’ র?্যানসমওয়্যারের কোড পরিবর্তন করে তার বিস্তার আটকে দেন। এ ধরনের কোড ‘কিল সুইচ’ নামে পরিচিত। অনেক সাইবার হামলাকারীরা কোন হামলার পরিধি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আটকাতে এমন কোড ব্যবহার করে থাকে। নিরাপত্তা গবেষকরা আশঙ্কা করছেন, পরবর্তী সাইবার হামলার সময় যে ভাইরাস ব্যবহার করা হবে, সেখানে হয়তো ‘কিল সুইচ’ থাকবে না। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট এক ব্লগপোস্টে জানিয়েছেন, ‘এবারের হামলা ঠেকানো গেছে। তা আর বিস্তৃত হবে না। তবে আগামীতে এ হামলার তীব্রতা আরও বাড়বে। আর তা আটকে দেয়াটাও সহজ হবে না।’ তিনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপডেট রাখার পরামর্শ দিয়েছেন।
×